চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৩ শুরু করল গুজরাট টাইটানস।
- Home
- Sports
- Cricket
- IPL 2023 GT Vs CSK Live Updates: ৫ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল গুজরাট টাইটানস
IPL 2023 GT Vs CSK Live Updates: ৫ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল গুজরাট টাইটানস
১৬-তম আইপিএল-এর উদ্বোধন হয়ে গেল। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের পর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। অসাধারণ ম্যাচ দেখার অপেক্ষায় দর্শকরা।
- FB
- TW
- Linkdin
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য শেষ ওভারে গুজরাট টাইটানসের দরকার ৮ রান।
২৭ রান করে আউট বিজয় শঙ্কর। জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ১২ বলে ২৩ রান।
৩৬ বলে ৬৩ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি।
গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (৮) বোল্ড করে দিলেন রবীন্দ্র জাদেজা। ১১১ রানে ৩ উইকেট হারাল গুজরাট।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করলেন শুবমান গিল। তিনি গুজরাট টাইটানসকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।
কেন উইলিয়ামসনের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং করতে নেমে ২২ রান করলেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। ৯০ রানে ২ উইকেট হারাল গুজরাট।
ঋদ্ধিমান সাহা আউট হয়ে গেলেও ভালো ব্যাটিং করছেন গুজরাট টাইটানসের অপর ওপেনার শুবমান গিল। তিনি দলকে লড়াইয়ে রেখেছেন।
১৬ বলে ২৫ রান করে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। তাঁর ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি।
রান তাড়া করতে নেমে প্রথম ৩ ওভারের মধ্যেই একাধিক ওভার-বাউন্ডারি মেরেছেন ঋদ্ধিমান সাহা। তিনি ভালো ব্যাটিং করছেন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা।
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে জয় পেতে হলে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে ১৭৯ রান করতে হবে।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করল চেন্নাই সুপার কিংস। ১৪ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৫০ বলে ৯২ রান করে আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি।
জোশুয়া লিটলের বলে বোল্ড অম্বাতি রায়াডু (১২)। ১২১ রানে ৪ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
অসাধারণ ব্যাটিং করছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর দাপটে বড় স্কোরের পথে এগিয়ে চলেছে সিএসকে।
চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে ২৩ বলে ৫০ রান করলেন রুতুরাজ গায়কোয়াড়।
২ ওভার বোলিং করে ২ উইকেট নিলেন রশিদ খান। প্রথম ওভারে মইন আলিকে আউট করার পর দ্বিতীয় ওভারে বেন স্টোকসকে (৭) আউট করলেন রশিদ। এবারও ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা। ৭০ রানে ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
৫০ রানে ২ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস। নিজের প্রথম ওভারেই মইন আলিকে (২৩) আউট করে দিলেন রশিদ খান। ভালো ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা।
এবারের আইপিএল-এর প্রথম উইকেট পেলেন মহম্মদ সামি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় ওভারে ডেভন কনওয়ের (১) মিডল স্টাম্প ছিটকে দিলেন সামি। আইপিএল-এ তাঁর ১০০ উইকেট হয়ে গেল। ১৪ রানে প্রথম উইকেট হারাল সিএসকে।