11:39 PM (IST) Mar 31
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক গুজরাট টাইটানসের

চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৩ শুরু করল গুজরাট টাইটানস।

11:35 PM (IST) Mar 31
জয়ের জন্য শেষ ওভারে গুজরাট টাইটানসের দরকার ৮ রান

এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য শেষ ওভারে গুজরাট টাইটানসের দরকার ৮ রান।

11:30 PM (IST) Mar 31
২৭ রান করে আউট বিজয় শঙ্কর, ৫ উইকেট হারাল গুজরাট টাইটানস

২৭ রান করে আউট বিজয় শঙ্কর। জয়ের জন্য গুজরাট টাইটানসের দরকার ১২ বলে ২৩ রান।

11:10 PM (IST) Mar 31
৬৩ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল

৩৬ বলে ৬৩ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি।

10:55 PM (IST) Mar 31
৮ রান করে আউট গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (৮) বোল্ড করে দিলেন রবীন্দ্র জাদেজা। ১১১ রানে ৩ উইকেট হারাল গুজরাট।

10:52 PM (IST) Mar 31
৩০ বলে ৫০ রান করলেন শুবমান গিল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান করলেন শুবমান গিল। তিনি গুজরাট টাইটানসকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।

10:45 PM (IST) Mar 31
২২ রান করে আউট 'ইমপ্যাক্ট প্লেয়ার' সাই সুদর্শন

কেন উইলিয়ামসনের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং করতে নেমে ২২ রান করলেন গুজরাট টাইটানসের সাই সুদর্শন। ৯০ রানে ২ উইকেট হারাল গুজরাট।

10:33 PM (IST) Mar 31
ভালো ব্যাটিং করছেন শুবমান গিল, লড়াইয়ে গুজরাট টাইটানস

ঋদ্ধিমান সাহা আউট হয়ে গেলেও ভালো ব্যাটিং করছেন গুজরাট টাইটানসের অপর ওপেনার শুবমান গিল। তিনি দলকে লড়াইয়ে রেখেছেন।

10:16 PM (IST) Mar 31
১৬ বলে ২৫ রান করে আউট ঋদ্ধিমান সাহা

১৬ বলে ২৫ রান করে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। তাঁর ইনিংসে ছিল ২টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি।

10:10 PM (IST) Mar 31
ভালো ব্যাটিং করছেন ঋদ্ধিমান সাহা

রান তাড়া করতে নেমে প্রথম ৩ ওভারের মধ্যেই একাধিক ওভার-বাউন্ডারি মেরেছেন ঋদ্ধিমান সাহা। তিনি ভালো ব্যাটিং করছেন।

09:56 PM (IST) Mar 31
গুজরাট টাইটানসের হয়ে ওপেন করতে নেমেছেন শুবমান গিল, ঋদ্ধিমান সাহা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা।

09:49 PM (IST) Mar 31
গুজরাট টাইটানসের টার্গেট ১৭৯ রান

এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে জয় পেতে হলে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে ১৭৯ রান করতে হবে।

09:34 PM (IST) Mar 31
ধোনির অপরাজিত ১৪, সিএসকে ১৭৮/৭

গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান করল চেন্নাই সুপার কিংস। ১৪ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।

09:15 PM (IST) Mar 31
১৬-তম আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া রুতুরাজ গায়কোয়াড়ের

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৫০ বলে ৯২ রান করে আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৯টি ওভার-বাউন্ডারি।

08:48 PM (IST) Mar 31
১২১ রানে ৪ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস

জোশুয়া লিটলের বলে বোল্ড অম্বাতি রায়াডু (১২)। ১২১ রানে ৪ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

08:43 PM (IST) Mar 31
রুতুরাজ গায়কোয়াড়ের অসাধারণ ব্যাটিংয়ে বড় স্কোরের পথে সিএসকে

অসাধারণ ব্যাটিং করছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর দাপটে বড় স্কোরের পথে এগিয়ে চলেছে সিএসকে।

08:25 PM (IST) Mar 31
২৩ বলে ৫০ রুতুরাজ গায়কোয়াড়ের

চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে ২৩ বলে ৫০ রান করলেন রুতুরাজ গায়কোয়াড়। 

08:22 PM (IST) Mar 31
রশিদ খানের জোড়া উইকেট, চাপে পড়ে গেল চেন্নাই সুপার কিংস

২ ওভার বোলিং করে ২ উইকেট নিলেন রশিদ খান। প্রথম ওভারে মইন আলিকে আউট করার পর দ্বিতীয় ওভারে বেন স্টোকসকে (৭) আউট করলেন রশিদ। এবারও ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা। ৭০ রানে ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

08:05 PM (IST) Mar 31
বিপজ্জনক হয়ে ওঠার আগেই মইন আলিকে আউট করে দিলেন রশিদ খান

৫০ রানে ২ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস। নিজের প্রথম ওভারেই মইন আলিকে (২৩) আউট করে দিলেন রশিদ খান। ভালো ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা।

07:47 PM (IST) Mar 31
নিজের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পেলেন মহম্মদ সামি

এবারের আইপিএল-এর প্রথম উইকেট পেলেন মহম্মদ সামি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় ওভারে ডেভন কনওয়ের (১) মিডল স্টাম্প ছিটকে দিলেন সামি। আইপিএল-এ তাঁর ১০০ উইকেট হয়ে গেল। ১৪ রানে প্রথম উইকেট হারাল সিএসকে।

Read more Articles on