India vs South Africa 3rd T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এই মুহূর্তে ১-১। ফলে। তৃতীয় ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
India vs South Africa 3rd T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রবিবার, ধর্মশালায় অনুষ্ঠিত হবে (india vs south africa 3rd t20 2025)। প্রথম ম্যাচে বড় জয় পেলেও, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে পরাজিত হয় টিম ইন্ডিয়া (india vs south africa 3rd t20 playing 11)।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ
পাঁচ ম্যাচের সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। সিরিজের ফলাফল এই মুহূর্তে ১-১। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ওপেনার হিসেবে নামা সহ-অধিনায়ক শুভমান গিলের খারাপ ফর্ম ভারতের জন্য অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। দুটি ম্যাচেই গিল দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। প্রথম টি-২০ ম্যাচে, চার রানে এবং দ্বিতীয় ম্যাচে শূন্য রানে আউট হন গিল।
সূর্যকুমার প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে আউট হন এবং দ্বিতীয় ম্যাচে মাত্র পাঁচ রান করতে সক্ষম হন তিনি। এশিয়া কাপ থেকে সঞ্জু স্যামসনের পরিবর্তে ওপেনার হিসেবে খেলা শুভমান গিল এখনও পর্যন্ত একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি। গত এক বছর ধরে অধিনায়ক সূর্যকুমার যাদবও যথেষ্ট হতাশ করেছেন। প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর, হার্দিক পান্ডিয়ার ব্যাটিং-এর উপর নির্ভর করে ভারত ভদ্রস্থ স্কোরে গিয়ে পৌঁছয়।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
কিন্তু রবিবারের ম্যাচে, দলে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা বেশি নেই। গিলকে ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করার জন্য হয়ত আরও একটি সুযোগ দেওয়া হতে পারে। বোলিংয়ে কুলদীপ যাদবকে প্রথম একাদশে খেলানোর দাবি থাকলেও, প্রথম ম্যাচে বোলাররা বেশ ভালো খেলায় সেই সম্ভাবনাও কম। আট নম্বর পর্যন্ত ব্যাটিং নিশ্চিত করাই টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

