Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা একাধিক খারাপ অভ্যাসে জড়িত এবং তাঁর স্বামী অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।

জাদেজার স্ত্রী রিভাবা
রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের অন্যতম সেরা একজন অলরাউন্ডার। তিনি আপাতত টেস্ট এবং একদিনের ম্যাচই শুধু খেলেন। অন্যদিকে, তাঁর স্ত্রী রিভাবা জাদেজা হলেন বিজেপির সদস্য এবং গুজরাত সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী।
জাদেজা শৃঙ্খলাবদ্ধ
রিভাবা জাদেজা অভিযোগ করেছেন, বিদেশে গেলে ভারতীয় ক্রিকেটাররা একাধিক খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েন। তিনি বলেন, তাঁর স্বামী ক্রিকেট খেলতে লন্ডন, দুবাই এবং অস্ট্রেলিয়ার মতো অনেক দেশে যান।
অন্যান্য খেলোয়াড়দের খারাপ অভ্যাস
তাঁর মতে, জাদেজা কখনও কোনও খারাপ কাজে লিপ্ত হননি এবং নিজের দায়িত্ব পরিষ্কারভাবে বুঝতে পারেন। কিন্তু দলের বাকিরা একাধিক খারাপ কাজে লিপ্ত হন। জীবনে যতই উঁচুতে যাওয়া হোক, নিজের সংস্কৃতি কখনও ভুলে যাওয়া উচিত নয়।
বিসিসিআই-এর তদন্ত করা উচিত
জাদেজার স্ত্রীর এই মন্তব্যে পুরো বিতর্ক শুরু হয়ে গেছে। নেটিজেনরা বিসিসিআই-কে এই বিষয়টি নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন। অনেকে আবার বলছেন, এটি ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় এবং রিভাবার এক্ষেত্রে হস্তক্ষেপ করা ভুল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
