আইপিএল-এর পর কিছুদিন বিশ্রাম, মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন রিঙ্কু সিং
- FB
- TW
- Linkdin
মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং
আইপিএল শেষ হয়ে গিয়েছে। এখন ঘরোয়া ক্রিকেটেও কোনও টুর্নামেন্ট নেই। ফলে কিছুদিন বিশ্রাম পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। তিনি এখন মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় সিক্স প্যাক অ্যাবসের ছবি শেয়ার করেছেন কেকেআর তারকা
মালদ্বীপের অসাধারণ সুন্দর সমুদ্রতীরে খালি গায়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রিঙ্কু সিং। সেই ছবিতে তাঁর সিক্স প্যাক অ্যাবস দেখা যাচ্ছে।
কিছুদিন আগেও চরম আর্থিক সমস্যায় ছিলেন, এবারের আইপিএল খ্যাতি ও যশ এনে দিয়েছে
এবারের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স রিঙ্কু সিংয়ের জীবন বদলে দিয়েছে। যেরকম জনপ্রিয়তা অর্জন করেছেন এই ক্রিকেটার, তা যে কারও কাছেই ঈর্ষণীয়।
রিঙ্কুকে এতদিন ক্রিকেট মাঠেই দেখা গিয়েছে, এবার তাঁর সম্পূর্ণ নতুন রূপ দেখা যাচ্ছে
রিঙ্কুকে এতদিন ম্যাচে বা অনুশীলনে দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর নতুন ছবি দেখে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। সতীর্থ ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুর ছবি দেখে নানা মন্তব্য করছেন।
মুম্বই বিমানবন্দর থেকে মালদ্বীপের উড়ান ধরেন রিঙ্কু সিং, তার আগে তিনি বিশ্রাম নিচ্ছিলেন
মালদ্বীপের উড়ান ধরার আগে মুম্বই বিমানবন্দরে বিশ্রামরত অবস্থায় তোলা ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রিঙ্কু সিং।
মুম্বই বিমানবন্দরের মতোই মালদ্বীপগামী বিমানে উঠেও বিশ্রাম নিচ্ছিলেন রিঙ্কু সিং
আইপিএল-এ প্রায় ২ মাস ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে ক্লান্ত রিঙ্কু সিং। সেই কারণেই তিনি যখনই সুযোগ পাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন।
অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান রিঙ্কু, প্রতিভার জোরেই তিনি সফল হয়েছেন
দরিদ্র পরিবারের সন্তান রিঙ্কু সিং ক্রিকেটকে হাতিয়ার করেই জীবনে সফল হয়েছেন। তবে সাফল্য পাওয়ার পরেও পরিবারের কথা ভুলে যাননি এই ক্রিকেটার।
আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে এখন সব মহলেই সমাদৃত রিঙ্কু
রিঙ্কু সিং এখন সারা ক্রিকেটদুনিয়ায় পরিচিত নাম হয়ে উঠেছেন। সব মহল থেকেই তাঁর অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করা হচ্ছে।
আগামী মরসুমের আইপিএল-এ আরও ভালো পারফরম্যান্স দেখাতে চান রিঙ্কু সিং
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। আগামী মরসুমের আইপিএল-এ আরও ভালো পারফরম্যান্স দেখানোই রিঙ্কুর লক্ষ্য।
আইপিএল-এ অসামান্য পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন রিঙ্কু সিং
অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করেন, এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্সের পর জাতীয় দলে সুযোগ পেতেই পারেন রিঙ্কু সিং।