মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সহজেই ৭ উইকেটে জয় পেল চেন্নাই সুপার কিংস।
IPL 2023 MI Vs CSK Live: মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সহজ জয় চেন্নাই সুপার কিংসের
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর ইতিহাসে সফলতম দুই দল মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের লড়াই। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রোহিত শর্মার দল। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনিরা।
- FB
- TW
- Linkdin
২৬ বলে ২৮ রান করে কুমার কার্তিকেয়র বলে বোল্ড হয়ে গেলেন শিবম দুবে। ১২৫ রানে ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য শেষ ১০ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ৬১ রান। হাতে ৮ উইকেট।
২৭ বলে ৬১ রান করে পীযূষ চাওলার বলে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে আউট অজিঙ্কা রাহানে।
১৯ বলে অর্ধশতরান করলেন অজিঙ্কা রাহানে। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ভালো জায়গায় চেন্নাই সুপার কিংস।
৪ বলে খেলে রান করার আগেই জেসন বেহরেনডর্ফের বলে বোল্ড হয়ে গেলেন ডেভন কনওয়ে। প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৭ রান করল মুম্বই ইন্ডিয়ানস।
৩১ রান করে তুষার পাণ্ডের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়লেন টিম ডেভিড। ১৩১ রানে ৮ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
৫ রান করে আউট হয়ে গেলেন ট্রিস্টান স্টাবস। ১১৩ রানে ৭ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
২২ রান করে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে গেলেন তিলক ভার্মা। ১০২ রানে ৬ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
২ রান করে আউট আর্শাদ খান। ৭৬ রানে ৫ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
১২ রান করে রবীন্দ্র জাদেজার বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ৭৩ রানে ৪ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
২ বল খেলে ১ রান করে আউট হয়ে গেলেন টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। ৬৭ রানে ৩ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
২১ বলে ৩২ রান করে রবীন্দ্র জাদেজার বলে ডোয়েন প্রিটোরিয়াসকে ক্যাচ দিয়ে ফিরলেন ঈশান কিষাণ। ৬৪ রানে ২ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
১৩ বলে ২১ রান করে তুষার দেশপাণ্ডের বলে বোল্ড হয়ে গেলেন তুষার দেশপাণ্ডে। ৩৮ রানে প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ানস।
আইপিএল-এ অভিষেক হল দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্দা মাগালার। চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলছেন এই পেসার।
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, আর্শাদ খান, হৃতিক শকিন, পীযূষ চাওলা ও জেস বেহরেনডর্ফ।
চেন্নাই সুপার কিংস দল- ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা ও তুষার দেশপাণ্ডে।
মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।