সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে লখনউ সুপার কিংস ও পাঞ্জাব কিংস। শনিবার এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হল। এই লড়াই উপভোগ করলেন দর্শকরা।

অধিনায়ক কে এল রাহুলের রেকর্ড গড়ার দিনে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেল লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যেত লখনউ। কিন্তু ২ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। জয়ের নায়ক এই ম্যাচের অধিনায়ক স্যাম কারান ও জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। ৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এল পাঞ্জাব। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স। ৫ ম্যাচে ৬ পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসেরও। তবে রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রাহুলরা। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়েও লখনউয়ের চেয়ে রান রেটে পিছিয়ে থেকে ৩ নম্বরে গুজরাট টাইটানস। 

ঘরের মাঠে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৫৯ রান করে লখনউ। ওপেন করতে নেমে রাহুল করেন ৭৪ রান। তাঁর ৫৬ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার কাইল মেয়ার্স করেন ২৯ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে দীপক হুডা করেন ২ রান। ক্রুণাল পান্ডিয়া করেন ১৮ রান। প্রথম বলেই আউট হয়ে যান গত ম্যাচের নায়ক নিকোলাস পুরাণ। মার্কাস স্টোইনিস করেন ১৫ রান। আয়ূষ বাদোনি ৫ রান করে অপরাজিত থাকেন। কৃষ্ণাপ্পা গৌতম করেন ১ রান। প্রথম বলেই আউট হয়ে যান যুধবীর সিং। ৩ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই। পাঞ্জাবের হয়ে ভালো বোলিং করেন এই ম্যাচের অধিনায়ক স্যাম কারান। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন কারান। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন কাগিসো রাবাদা। ২২ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ১০ রান দিয়ে ১ উইকেট নেন হরপ্রীত ব্রার। ১৯ রান দিয়ে ১ উইকেট নেন রাজা।

রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই অথর্ব তাইদের (০) উইকেট হারায় পাঞ্জাব। অপর ওপেনার প্রভসিমরন সিং করেন ৪ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ম্যাথু শর্ট করেন ৩৪ রান। হরপ্রীত সিং ভাটিয়া করেন ২২ রান। রাজা করেন ৫৭ রান। তাঁর ৪১ বলের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। কারান করেন ৬ রান। জিতেশ শর্মা করেন ২ রান। শেষদিকে জয়ের পথ কঠিন মনে হচ্ছিল। সেই পরিস্থিতিতে ১০ বলে ২৩ রান করে অপরাজিত থেকে পাঞ্জাবকে জেতান শাহরুখ খান। হরপ্রীত করেন ৬ রান। ০ রানে অপরাজিত থাকেন রাবাদা। লখনউয়ের হয়ে ২ উইকেট করে নেন যুধবীর সিং চড়ক, মার্ক উড ও বিষ্ণোই। ১ উইকেট করে নেন গৌতম ও ক্রুণাল।

আরও পড়ুন-

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

IPL 2023: ক্রিস গেইলের রেকর্ড ভেঙে আইপিএল-এ দ্রুততম ৪,০০০ রান কে এল রাহুলের

IPL 2023: ফের অনবদ্য ব্যাটিং বিরাটের, দিল্লির বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র