সংক্ষিপ্ত

আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে আরসিবি।

আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৭১ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৫৫ রান করলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৫৪ রান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৯ রান করে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত। ১৮ রান করেন বিরাট কোহলি। ১ রান করেন মহীপাল লোমরোর। ০ রানেই আউট হয়ে যান দীনেশ কার্তিক। রাজস্থান রয়্যালসের হয়ে ২ উইকেট করে নিলেন অ্যাডাম জাম্পা ও কে এম আসিফ। ১ উইকেট নেন সন্দীপ শর্মা। টি-২০ ফর্ম্যাটে ১৭১ রান লড়াই করার মতো স্কোর। তবে রাজস্থানের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ফলে জয় পেতে হলে আরসিবি-র বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

আরসিবি-র ইনিংস শেষ হওয়ার পর ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন বলেন, ‘আমার মনে হয়, স্কোর খুব বেশি না হলেও ঠিকই আছে। এবার আমরা কেমন বোলিং করি তার উপর সবকিছু নির্ভর করছে। আমার মনে হয় যারা ব্যাটিং করেছে তাদের সবারই মতে, এই উইকেটে ১৬০ রান জয়ের জন্য যথেষ্ট। ফাফও আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে। আমরা শেষদিকে যেভাবে ব্যাটিং করলাম, তার ফলেই লড়াই করার মতো স্কোর করতে পারলাম। অনুজের (রাওয়াত) জন্য ভালো লাগছে। ওকে বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে হচ্ছে। আমাদের দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছে। তার ফলে আমরা দলে বদল আনতে বাধ্য হই। তবে আজ (মাইকেল) ব্রেসওয়েল ভালো সুযোগ পাচ্ছে। আশা করি ওর ফিঙ্গার স্পিন কাজে লাগবে। আমাদের এই ম্যাচ জিততেই হবে। জয় ছাড়া উপায় নেই। জয় পাওয়ার চেয়ে বড় কিছু হয় না। আমরা সেটা জানি। আমাদের পরপর ম্যাচ খেলতে হচ্ছে। তবে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচের পর কয়েকদিন বিরতি পেয়েছি। তার মধ্যে প্রথম ২ দিন ধরে এটা ভাবতে ভাবতেই কেটে গিয়েছে যে মুম্বইয়ে ঠিক কী হল। তবে তারপর এই ম্যাচের প্রস্তুতি নিতে শুরু করি। উইকেট কেমন আচরণ করছে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কীভাবে বোলিং করতে হবে, সেটা বোলাররা দেখিয়ে দিয়েছে।’

এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে আসবে রাজস্থান রয়্যালস। জয় পেলে প্লে-অফের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারবে আরসিবি। তবে বিরাটদের প্লে-অফে যাওয়ার আশা খুবই কম।

আরও পড়ুন-

IPL 2023: হারলেই প্লে-অফের দরজা বন্ধ, মরণ-বাঁচন ম্যাচে ধোনিদের সামনে কেকেআর

IPL 2023: সম্মানরক্ষার জন্য বাকি ম্যাচগুলি খেলতে হবে, বার্তা ওয়ার্নারের

IPL 2023: প্রভসিমরণের শতরান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাব কিংসের