সংক্ষিপ্ত
গতবার আইপিএল-এ পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। এবারের আইপিএল-এর শুরুটাও ভালো করতে পারল না মুম্বই ইন্ডিয়ানস। দলের ব্যর্থতার মধ্যে একমাত্র উজ্জ্বল তিলক ভার্মা।
মুম্বই ইন্ডিয়ানসের মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মার অসাধারণ লড়াইকে ছাপিয়ে গেল ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং। ৮ উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বইয়ের হয়ে একা লড়াই করেন তিলক। তিনি ৪৬ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিলকের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। পরপর উইকেট হারালেও, তিলকের জন্যই ৭ উইকেটে ১৭১ রান করতে সক্ষম হয় মুম্বই। এই রান লড়াই করার মতো। কিন্তু বিরাট ও ডু প্লেসি যেদিন মেজাজে থাকেন, সেদিন বিশ্বের কোনও বোলারই তাঁদের থামাতে পারেন না। রবিবার সেরকমই দিন ছিল। জয়ের জন্য যখন আর মাত্র ২৪ রান বাকি, তখন আর্শাদ খানের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ডু প্লেসি। আরসিবি অধিনায়ক ৪৩ বলে ৭৩ রানের অসামান্য ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি।
৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩ বল খেলে ০ রানে আউট হয়ে যান দীনেশ কার্তিক। বিরাট ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। গ্লেন ম্যাক্সওয়েল ৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট ওভার-বাউন্ডারি মেরেই ম্যাচ শেষ করে দেন। ১২ বছর আগে ২ এপ্রিল শেষবার ওডিআই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেদিন ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেভাবে ওভার-বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছিলেন, এদিন চিন্নাস্বামীতে বিরাটের ম্যাচ-উইনিং স্ট্রোক একইরকম ছিল।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ডু প্লেসি। তিলক ছাড়া মুম্বইয়ের কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা ১০ বল খেলে মাত্র ১ রান করেন। অপর ওপেনার ঈশান কিষাণ করেন ১০ রান। ক্যামেরন গ্রিন করেন ৫ রান। সূর্যকুমার যাদব করেন ১৫ রান। নেহাল ওয়াধেরা করেন ২১ রান। টিম ডেভিড করেন ৪ রান। হৃতিক শকিন করেন ৫ রান। ১৫ রান করে অপরাজিত থাকেন আর্শাদ খান। আরসিবি-র হয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন করণ শর্মা। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, রিসি টপলি, আকাশ দীপ, হর্ষল প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল।
আরও পড়ুন-
IPL 2023: বাটলার, সঞ্জুর বিধ্বংসী ইনিংস, হায়দরাবাদের 'রাজস্থানে রক্তপাত'
IPL 2023: আইপিএল ম্যাচে স্টেডিয়ামে সিএএ, এনআরসি-বিরোধী ব্যানার রাখা যাবে না