সংক্ষিপ্ত

ভারত-ইংল্যান্ড টি-20 সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার পুনেতে অনুষ্ঠিত হবে। 

ভারত-ইংল্যান্ড টি-20 সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার পুনেতে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ জিতলেও, তৃতীয় ম্যাচে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয় ভারত। কিন্তু চতুর্থ ম্যাচ জিতে শেষ ম্যাচের আগেই সিরিজ নিজেদের পকেটে নেওয়াই ভারতের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, চতুর্থ ম্যাচ জিতে আবার সিরিজে টিকে থাকা ইংল্যান্ডের লক্ষ্য। এদিকে ব্রিটিশ পেসারদের সামনেই প্রথম তিন ম্যাচে ভারত রীতিমতো হোঁচট খেয়েছে। তবে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনেতে। যেখানে সাধারণত স্পিন-সহায়ক পিচ। এই পরিস্থিতিতে ভারতীয় দলে ঠিক কী কী পরিবর্তন হবে, তা নিয়ে চলছে জল্পনা।তবে প্রথম তিন ম্যাচে সঞ্জু স্যামসন রীতিমতো হতাশ করেছেন। তাই তিনি আদৌ বাদ পড়বেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

অপরদিকে তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব অথবা তিলক ভার্মা খেলবেন। প্রথম তিন ম্যাচে খেলা হার্দিককে আসন্ন একদিনের সিরিজের কথা মাথায় রেখে ভারত বিশ্রাম দিতে পারে। হার্দিককে বিশ্রাম দিলে শিবম দুবে সেই জায়গায় খেলতে পারেন।

এছাড়া ধ্রুব জুরেলের পরিবর্তে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে চোটের কারণে খেলতে না পারা রিঙ্কু সিং-এর মিডল অর্ডারে ফিনিশার হিসেবে আসার সম্ভাবনা প্রবল। অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল খেললে ওয়াশিংটন সুন্দরও প্রথম একাদশে থাকতে পারেন। গত ম্যাচে খেলা মহম্মদ শামিকে বাদ দেওয়ার সম্ভাবনা অবশ্য কম। এদিকে বিষ্ণোইয়ের পরিবর্তে পেসার অআর্শদীপ সিং দলে ফিরে আসতে পারেন। তৃতীয় স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী প্রথম একাদশে থাকবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য দল: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।