সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ অন্যতম সফল ব্যাটার অস্ট্রেলিয়ান তারকা ট্রেভিস হেড। তিনি সানরাইজার্স হায়দরাবাদের ভরসা হয়ে উঠেছেন। অভিষেক শর্মাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

ঘরের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য কি এখন আফশোস করছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ?  করতেই পারেন। কারণ, তাঁর এই সিদ্ধান্তের ফলেই বিশাল স্কোর করতে সুবিধা হল সানরাইজার্স হায়দরাবাদের। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৬৬ রান করল প্যাট কামিন্সের দল। বিস্ফোরক ব্যাটিং করলেন ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। ৩২ বলে ৮৯ রান করেন হেড। তিনি ১১টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি মারেন। অভিষেক ১২ বলে ৪৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ওপেনিং জুটিতে যোগ হয় ১৩১ রান। সেই সময় মনে হচ্ছিল ৩০০ রান করতে পারে হায়দরাবাদ। কিন্তু এইডেন মার্করাম (১) ও হেইনরিক ক্লাসেন (১৫) বড় রান করতে ব্যর্থ হওয়ায় হায়দরাবাদের রানের গতি কমে যায়। এরপর নীতীশ রেড্ডি ২৭ বলে ৩৭ রান করেন। ২৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। তিনি ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন। ৮ বলে ১৩ রান করেন আবদুল সামাদ। ১ রান করে অপরাজিত থাকেন কামিন্স। ০ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর।

দিল্লির বোলারদের দুরবস্থা

দিল্লির বোলারদের মধ্যে ৩ ওভার বোলিং করে ৫১ রান দেন খলিল আহমেদ। ২ ওভারে ৪১ রান দেন ললিত যাদব। ৩ ওভারে ৩১ রান দেন অ্যানরিক নর্খিয়ে। ৪ ওভারে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৪ ওভারে ৫৭ রান দিয়ে ১ উইকেট নেন মুকেশ কুমার। সবচেয়ে কম রান দেন অক্ষর প্যাটেল। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নেন এই স্পিনার।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার লক্ষ্যে হায়দরাবাদ

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতলে ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষ্যে কামিন্সরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: বিশেষভাবে সক্ষম অনুরাগীর আঁকা ছবিতে অটোগ্রাফ, ফের মন জয় ধোনির, ভাইরাল ভিডিও

IPL 2024: রোহিত শর্মাকে পাঞ্জাব কিংসে চান? ভুয়ো খবর, দাবি প্রীতি জিন্টার

IPL 2024: রাহুলের অসামান্য ব্যাটিং, চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় লখনউয়ের