সংক্ষিপ্ত
তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চিপকে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা।
চিপকে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেভিস হেড, অভিষেক শর্মাদের দ্রুত আউট করে দেওয়াই মিচেল স্টার্কদের লক্ষ্য। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে আছেন- ট্রেভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেইনরিক ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও টি নটরাজন। কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে আছেন- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
টসে হেরে খুশি শ্রেয়াস
টসে হেরে কেকেআর অধিনায়ক শ্রেয়াস বলেছেন, ‘আমরা টসে জিতলে প্রথমে ফিল্ডিংই করতাম। প্রথমে ফিল্ডিং করার ফলে আমরা বুঝতে পারব পিচ কেমন আচরণ করছে। লাল মাটির পিচে এই ম্যাচ হচ্ছে। আমরা গত ম্যাচে এরকম পিচেই খেলেছিলাম। তবে গত ম্যাচ অতীত। এখন আমাদের এই ম্যাচ নিয়েই ভাবতে হবে। ঠিকমতো খেলতে হবে আমাদের। যা পরিকল্পনা করেছি সেসব কার্যকর করতে হবে। দলের সবাই দায়িত্ব নিয়ে খেলছে। এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলের অনেকেই প্রথমবার আইপিএল ফাইনাল খেলছে। ফলে ওরা একটু স্নায়ুর চাপে ভুগতে পারে। তবে এটা আমাদের পক্ষে ভালো হতেও পারে। আমাদের দলে কোনও বদল হয়নি। একই দল নিয়ে খেলছি আমরা।’
বড় স্কোরের লক্ষ্যে হায়দরাবাদ
টসে জিতে হায়দরাবাদের অধিনায়ক কামিন্স বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। উইকেট দেখে ভালো বলেই মনে হচ্ছে। গত ম্যাচে অন্য উইকেটে খেলেছি। গত ম্যাচে রাতের দিকে শিশির ছিল না। আমাদের দলের খেলার ধরন সবসময় কাজ করে না, কিন্তু যখন কাজ করে তখন বিপক্ষ দলকে ছারখার করে দেয়। আমি প্রথমে ব্যাটিং করে বাজিমাত করতে চাই। আমরা প্রথমে ব্যাটিং করে অনেক ম্যাচেই জয় পেয়েছি। আমাদের দলে একটাই বদল হয়েছে। আবদুল সামাদের বদলে খেলছে শাহবাজ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Final KKR Vs SRH: সবচেয়ে বেশিবার আইপিএল ফাইনাল খেলা দলগুলির তালিকায় কত নম্বরে কেকেআর?
IPL 2024 Final KKR Vs SRH: এবারের আইপিএল চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে কেকেআর?