সংক্ষিপ্ত
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, তৃতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। ফলে রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে সহজ জয়ের আশায় কেকেআর।
সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। গনগনে রোদে খালি চোখে তাকানো কঠিন। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি। এই অবস্থায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন স্পষ্ট নয়। বিকেল সাড়ে তিনটেয় শুরু ম্যাচ। চড়া রোদে ফিল্ডিং করতে হবে বিরাট কোহলিদের। এখানেই তাঁদের বেশিরভাগ শারীরিক সক্ষমতা শেষ হয়ে যাবে। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার টসে জিতলে নিশ্চিতভাবেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। কারণ, টি-২০ ম্যাচে উইকেটের অবস্থা খুব বেশি বদলায় না। তাছাড়া এই প্রচণ্ড গরমে শিশির পড়ার সম্ভাবনাও নেই। ফলে প্রথমে ফিল্ডিং করে ক্লান্ত হয়ে পড়ার চেয়ে সন্ধেবেলা ফিল্ডিং করা অনেক স্বস্তিদায়ক। আরসিবি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় হয়তো টসের পরেই ম্যাচ কেকেআর-এর দিকে ঢলে পড়ল।
কেকেআর দলে কোনও বদল নেই
এই ম্যাচে কেকেআর-এর প্রথম একাদশে কোনও বদল করা হয়নি। খেলছেন- ফিলিপ সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। আরসিবি দলে তিনটি বদল হয়েছে। ক্যামেরন গ্রিন, মহম্মদ সিরাজ ও করণ শর্মা প্রথম একাদশে ফিরেছেন। এই ম্যাচে আরসিবি-র হয়ে খেলছেন- ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, উইল জ্যাকস, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মহীপাল লোমরোর, করণ শর্মা, লকি ফার্গুসন, যশ দয়াল ও মহম্মদ সিরাজ।
প্রভাব ফেলতে চলেছে আবহাওয়া
এই ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে চলেছে আবহাওয়া। যে দল গরমের সঙ্গে মানিয়ে নিয়ে ফিটনেস ধরে রাখতে পারবে তারাই জয় পাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: লড়াই করেও টার্গেট থেকে বহু দূরে দিল্লি, ৬৭ রানে জয় হায়দরাবাদের
MS Dhoni: বিশেষভাবে সক্ষম অনুরাগীর আঁকা ছবিতে অটোগ্রাফ, ফের মন জয় ধোনির, ভাইরাল ভিডিও
IPL 2024: রাহুলের অসামান্য ব্যাটিং, চেন্নাইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় লখনউয়ের