Delhi Capitals: আইপিএল-এর প্রথম মরসুম থেকে খেলছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। এবার ভালো ফলের লক্ষ্যে এই ফ্র্যাঞ্চাইজি।
IPL 2025 Update: এবারের আইপিএল-এ (IPL 2025) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হিসেবে জাতীয় দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar Patel) নাম ঘোষণা করা হল। গত আইপিএল-এ এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে এই উইকেটকিপার-ব্যাটারকে এবারকে দলে রাখেনি দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। গত নভেম্বরে আইপিএল ২০২৫ নিলামের (IPL 2025 Mega Auction) আগে ঋষভকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। এই তারকাকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ। তিনিই আইপিএল-এর সবচেয়ে দামী ক্রিকেটার। এই পরিস্থিতিতে অক্ষরের উপর ভরসা রাখল দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। এই অলরাউন্ডার ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁরা বোলিংয়ের মতোই ব্যাটিংও দলকে সাহায্য করে। এবার অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব পালন করতে তৈরি অক্ষর।
অধিনায়ক হলেন না রাহুল
এবারের আইপিএল-এর নিলামে ১৪ কোটি টাকা দিয়ে কে এল রাহুলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন রাহুল। কিন্তু তিনি নিজে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দলও সাফল্য পায়নি। ব্যর্থতার জন্য মাঠেই রাহুলকে ভর্ৎসনা করেন গোয়েঙ্কা। এরপর রাহুলের দল ছাড়া স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার পরেও রাহুলকে অধিনায়ক করা হল না। অক্ষরের উপর ভরসা রাখল দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট। এই অলরাউন্ডারের টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। তিনি ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত বরোদাকে ১৬টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।গত মরসুমের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে একটি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন অক্ষর।
অধিনায়ক হিসেবে আত্মবিশ্বাসী অক্ষর
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অক্ষর বলেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমার উপর আস্থা রাখার জন্য কর্ণধার ও সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞ। আমি দলকে এগিয়ে নিয়ে যেতে তৈরি। আমার আত্মবিশ্বাস আছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


