IPL 2025 MS Dhoni: সোমবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু এই ম্যাচেই তিনি চোট পেয়েছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।

MS Dhoni injury: দীর্ঘদিন পর আইপিএল-এর (IPL 2025) কোনও ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। কিন্তু সেই ম্যাচেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চোট পেয়েছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। ম্যাচ চলাকালীন সিএসকে অধিনায়ককে দেখে মনে হচ্ছিল, তিনি অস্বস্তিবোধ করছেন। তাঁর নড়াচড়া স্বাভাবিক ছিল না। উইকেটকিপিং করার সময় আড়ষ্ট হয়েছিলেন। আবদুল সামাদকে অসাধারণ ভঙ্গিতে রান আউট করেন ধোনি। কিন্তু এরপর তিনি শরীরের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সমস্যায় পড়েন। এরপর ব্যাটিংয়ের সময়ও দেখা যায়, সিএসকে অধিনায়ক ছুটতে গিয়ে সমস্যায় পড়ছেন। ধোনি যখন ব্যাটিং করতে নামেন, তখন ম্যাচ জেতার জন্য প্রতি ওভারে ১০ রানেরও বেশি দরকার ছিল সিএসকে-র। ১১ বল খেলে ২৬ রান করে অপরাজিত থাকেন ধোনি। তিনি চারটি বাউন্ডারি এবং একটি ওভার-বাউন্ডারি মারেন। শিবম দুবের (Shivam Dube) সঙ্গে জুটি বেঁধে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সিএসকে অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার পর তিনি যখন পুরস্কার নিতে যান, সেই সময় খোঁড়াচ্ছিলেন। এই কারণেই তাঁর চোট নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

হোটেলে ফেরার সমময়ও খোঁড়াচ্ছিলেন ধোনি

সোমবার স্পষ্টতই শারীরিকভাবে সেরা অবস্থায় ছিলেন না ধোনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচের পর তিনি যখন দলের সবার সঙ্গে হোটেলে ফিরছিলেন, সেই সময়ও খোঁড়াচ্ছিলেন। তবে সিএসকে অধিনায়কের হাঁটুতে ব্যান্ডেজ দেখা যায়নি। ২০২৩ সালের আইপিএল-এও হাঁটুর চোট নিয়ে খেলেই দলকে চ্যাম্পিয়ন করেন ধোনি। তারপর তিনি হাঁটুর অস্ত্রোপচার করান। এবারও স্পষ্টতই তাঁর হাঁটুতে সমস্যা দেখা যাচ্ছে। তবে চোট নিয়েই খেলা চালিয়ে যেতে পারেন ধোনি।

Scroll to load tweet…

ধোনির চোট নিয়ে মুখে কুলুপ সিএসকে শিবিরের

ধোনি তাঁর চোট নিয়ে কোনও মন্তব্য করেননি। সোমবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে সিএসকে-র বোলিং কোচ এরিক সিমন্সকে ধোনির চোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।