Chennai Super Kings: এবারের আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকায় সবার শেষে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিরা (Mahendra Singh Dhoni)।
Dewald Brevis Chennai Super Kings: রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচের আগে আরও একজন খেলোয়াড়কে দলে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চোট পেয়ে ছিটকে গিয়েছেন গুর্জপনীত সিং (urjapneet Singh)। তাঁর পরিবর্তে ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) দলে নিল সিএসকে। এর আগে আইপিএল-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার এই তরুণ অলরাউন্ডার ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন। এবারের আইপিএল-এর নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজিই ব্রেভিসকে নেয়নি। তবে এবার সিএসকে তাঁকে সুযোগ দিল। রবিবার চলতি আইপিএল-এ মরসুমে সিএসকে ও মুম্বই ইন্ডিয়ানস দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে। এই দুই মধ্যে প্রথম মুখোমুখি লড়াই হয়েছিল চিপকে। সেই ম্যাচে মুম্বইকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল সিএসকে। এবারের নিজেদের ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) হারিয়ে বদলা নিতে মরিয়া মুম্বই।
জয়ে ফিরে আত্মবিশ্বাসী মুম্বই
চলতি আইপিএল-এ টানা দুই ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ানস। অন্যদিকে, ধোনির নেতৃত্বে সিএসকে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হারিয়ে তাদের পাঁচ ম্যাচের হারের ধারা ভেঙেছে। পাঁচটি আইপিএল শিরোপার যৌথ রেকর্ডধারী দুই প্রতিদ্বন্দ্বী মুম্বই ও চেন্নাই তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং প্লে-অফের দৌড়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে চাইবে।
সিএসকে-র একাধিক খেলোয়াড় বদল
চলতি আইপিএল-এ সিএসকে-র অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কনুইয়ে চোট পেয়ে তিনি ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে আয়ূষ মাত্রেকে (Ayush Mhatre) দলে নিয়েছে সিএসকে। এই তরুণ খেলোয়াড় গত বছর মুম্বই ইন্ডিয়ানসে ছিলেন। ভালো পারফরম্যান্স দেখান এই তরুণ। আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। তবে কোনও দলেই সুযোগ পাননি আয়ূষ। চলতি আইপিএল চলাকালীন তাঁকে ট্রায়ালে ডেকে পাঠায় সিএসকে স্কাউটিং টিম। সেই ট্রায়ালে ভালো পারফরম্যান্স দেখিয়ে মূল দলে জায়গা পেলেন আয়ূষ। এবার গুর্জপনীতের পরিবর্তে ব্রেভিসকে দলে নিল সিএসকে। গত আইপিএল-এ দক্ষিণ আফ্রিকার এই তরুণ তিনটি ম্যাচে খেলার সুযোগ পান। তাঁর ব্যাটিংয়ের ২৩ গড় এবং ১১৬.৯৫ স্ট্রাইক রেট। তিনি ৬৯ রান করেন। এবারের আইপিএল-এর নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। কোনও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ না পেলেও, এবার সিএসকে দলে জায়গা পেলেন ব্রেভিস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


