IPL 2025: আইপিএল-এ গত কয়েক বছর ধরে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। তবে এবার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ নিয়ে সমস্যা হচ্ছে।
Kolkata Knight Riders vs Lucknow Super Giants: আইপিএল-এ (IPL 2025) যে ম্যাচ উপলক্ষে ইডেন গার্ডেন্স (Eden Gardens) ভাগ হয়ে যাওয়ার কথা, সেই ম্যাচ নিয়েই হঠাৎ জটিলতা তৈরি হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী, ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) খেলার কথা। কিন্তু সেদিন আবার রামনবমী (Ram Navami)। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কলকাতা-সহ রাজ্যজুড়ে মিছিল আয়োজন করা হবে। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। এই কারণে সেদিন ইডেনে ম্যাচের জন্য নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ (Kolkata Police)। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সে কথা জানিয়েছেন। ফলে কেকেআর-এলএসজি ম্যাচের দিন পরিবর্তিত হতে চলেছে। মঙ্গলবার কলকাতা পুলিশের সঙ্গে দু'দফায় আলোচনায় বসেন সিএবি সভাপতি। সেই বৈঠকে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, রামনবমীর দিন ইডেনে কেকেআর-এলএসজি ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। ফলে ম্যাচের দিন বদলাতে চলেছে।
রামনবমীতে বাড়ছে শহরের নিরাপত্তা
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, এবারের রামনবমীতে রাজ্যজুড়ে ২০,০০০ মিছিল হবে। পথে নামবেন এক কোটি হিন্দু। অতীতে রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অপ্রীতিকর ঘটনা দেখা গিয়েছে। এবার সেটা এড়াতে মরিয়া পুলিশ-প্রশাসন। কেকেআর-এলসজি দলে দেশ-বিদেশের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আছেন। তাঁদের নিরাপত্তা এবং দর্শকদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে। এই কারণে কলকাতা পুলিশ কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না।
গতবারের পুনরাবৃত্তি হবে?
সিএবি সভাপতি জানিয়েছেন, ‘কলকাতা পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। যদি পুলিশি নিরাপত্তা না থাকে, তাহলে ৬৫,০০০ দর্শক সামলানো অসম্ভব। আমরা বিসিসিআই-কে এ বিষয়ে অবহিত করেছি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বছরও রামনবমীর দিন নির্ধারিত আইপিএল ম্যাচের দিন বদল করতে হয়েছিল।’ সিএবি সভাপতির কথাতেই স্পষ্ট, ৬ এপ্রিল কেকেআর-এলএসজি ম্যাচ হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


