Priyansh Arya: এবারের আইপিএল-এ (IPL 2025) যে তরুণ ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, তাঁদের অন্যতম পাঞ্জাব কিংসের (Punjab Kings) ওপেনার প্রিয়াংশ আর্য। শনিবার ইডেন গার্ডেন্স (Eden Gardens) মাতিয়ে দিলেন এই তরুণ।
IPL 2025 Kolkata Knight Riders vs Punjab Kings: ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) কি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যানেজমেন্টকে জবাব দেবেন শ্রেয়াস আইয়ার? (Shreyas Iyer) গতবার আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন দলের অধিনায়ককে নিলামের আগে ছেড়ে দেয় কেকেআর। পাঞ্জাব কিংসে (Punjab Kings) যোগ দেওয়ার পর অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শ্রেয়াস। তিনি নিজে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, দলও ভালো খেলছে। পয়েন্ট তালিকায় কেকেআর-এর উপরেই আছে পাঞ্জাব। শনিবার ইডেনে চলতি আইপিএল-এর (IPL 2025) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছে কেকেআর। এই ম্যাচে পুরনো দলের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন শ্রেয়াস। তাঁর দল বড় স্কোর করল। পাঞ্জাব যদি এই ম্যাচে জয় পায়, তাহলে কেকেআর ম্যানেজমেন্টকে মোক্ষম জবাব দিতে পারবেন শ্রেয়াস।
ইডেন মাতালেন পাঞ্জাবের দুই ওপেনার
এদিন চেনা মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০১ রান করল পাঞ্জাব। শ্রেয়াস ১৬ বল খেলে ২৫ রান করে অপরাজিত থাকেন। জশ ইনগ্লিস (Josh Inglis) ৬ বল খেলে ১১ রান করে অপরাজিত থাকেন। তবে সেরা পারফরম্যান্স দেখান পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ও প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। প্রিয়াংশ ৩৫ বলে ৬৯ রান করেন। তিনি ৮টি বাউন্ডারি এবং ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ৪৯ বলে ৮৩ রান করেন প্রভসিমরন। তিনি ৬টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। পাঞ্জাবের দুই ওপেনারই নিশ্চিত শতরান হারালেন। তাঁরা আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে দলের রান বাড়ত। তবে পাঞ্জাবের ওপেনাররা ভালো পারফরম্যান্স দেখালেও, ফের ব্যর্থ তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তিনি ৮ বল খেলে ৭ রান করেন। মার্কো জ্যানসেনও (Marco Jansen) এদিন বড় রান পাননি। তিনি ৭ বল খেলে ৩ রান করেন।
বৈভব অরোরার জোড়া উইকেট
এদিন কেকেআর-এর বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন পেসার বৈভব অরোরা (Vaibhav Arora)। তিনি ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। ৩ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ভালো বোলিং করতে পারেননি চেতন সাকারিয়া (Chetan Sakariya)। তিনি ৩ ওভার বোলিং করে ৩৯ রান দেন। ২ ওভার বোলিং করে ২৭ রান দেন হর্ষিত রানা (Harshit Rana)। ৪ ওভার বোলিং করে ৩৫ রান দেন সুনীল নারিন (Sunil Narine)।
রিকি পন্টিংকে ধন্যবাদ জানালেন প্রিয়াংশ
পাঞ্জাব কিংসের ইনিংস শেষ হওয়ার পর প্রিয়াংশ বলেন, ‘এই উইকেটে আমরা যে স্কোর করেছি, তা ভালো। এই উইকেট মন্থর। রিকি (পন্টিং) স্যার (Ricky Ponting) আমাদের বলেছিলেন, পাওয়ার প্লে-র পর স্ট্রাইক রোটেট করতে হবে এবং ইনিংসের শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে হবে। আমি প্রভসিমরনের সঙ্গে ব্যাটিং উপভোগ করি। ও আমাকে ভালো পরামর্শ দেয়। কখন ট্র্যাকে এগিয়ে যেতে হয়, সেটা বলে দেয়। আমি জানি, আমার মধ্যে দক্ষতা ও ক্ষমতা আছে। রিকি স্যারের সঙ্গে কাজ করে আমার উপকার হচ্ছে। উনি সবসময় ইতিবাচক। আমাদের আক্রমণত্মক হতে বলেন।’
ইডেনে বৃষ্টির জন্য খেলা বন্ধ
ঘরের মাঠে ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমেছে কেকেআর। ব্যাটিং ওপেন করছেন নারিন ও রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। কিন্তু প্রথম ওভারের পরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছে। কেকেআর-এর স্কোর বিনা উইকেটে ৭। নারিন ৪ এবং গুরবাজ ১ রান করে অপরাজিত। জয়ের জন্য কেকেআর-এর এখনও ১৯৫ রান দরকার। যদি কেকেআর-এর ইনিংসে ওভার সংখ্যা কমাতে হয়, তাহলে ডাকওয়ার্থ-লুইস নিয়ম প্রযোজ্য হবে। সেক্ষেত্রে হিসেব বদলে যাবে। তবে এখনই সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


