IPL: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হবেন? উঠে আসছে সব চমকে দেওয়া নাম
ইতিমধ্যেই কাদের ধরে রাখা হবে তা জানিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার পালা মেগা অকশনের।
110

Image Credit : Google
কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাতে এখন ৫১ কোটি টাকা
মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা।
210
Image Credit : Instagram
এদিকে রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছে তারা
আগে ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি।
310
Image Credit : PTI
ফলে, ১২ কোটি ৪৫ লক্ষ টাকা আয় বাড়ল তাঁর
এছাড়াও, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে রেখে দিয়েছে কেকেআর।
410
Image Credit : Facebook
তিনজনকেই ১২ কোটি টাকা করে দেওয়া হয়েছে
হর্ষিত রানা এবং রমনদীপ সিংহকেও ধরে রেখেছে তারা।
510
Image Credit : PTI
তাদের দুজনকেই ৪ কোটি টাকা করে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট
ফলে, মোট খরচ ৬৯ কোটি টাকা।
610
Image Credit : SOCIAL MEDIA
গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এবার রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স
আইপিএল-এর ইতহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দিয়েছে কোনও দল।
710
Image Credit : Getty
কেকেআর-এর জন্য দারুণ খবর এটাই যে, নিলামের টেবিলে একাধিক অপশন থাকবে তাদের সামনে
কারণ, শুধু তারাই নয়। দিল্লী ক্যাপিটালসও ছেড়ে দিয়েছে ঋষভ পন্থকে। ওদিকে আবার লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে কেএল রাহুলকে।
810
Image Credit : our own
খোলা থাকছে বিদেশি অধিনায়ককে দলে নেওয়ার রাস্তাও
এক্ষেত্রে অন্যতম একটি অপশন হল জস বাটলার।
910
Image Credit : Twitter
এছাড়াও নাইট দলে রয়েছে একাধিক সিনিয়র ক্রিকেটার
তাই দলের মধ্যে থেকেও কোনও একজনকে বেছে নিতে পারে কেকেআর।
1010
Image Credit : Twitter
বাকি উত্তর দেবে সময়
কোন কোন নতুন ক্রিকেটারকে তারা মেগা অকশনে নেয়, সেটাই এবার দেখার বিষয়।
Latest Videos