IPL 2025 Playoff: কার্যত, জমে গেছে মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর লড়াই (IPL 2025)। 

IPL 2025 Playoff: চলতি আইপিএলে প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যেই চারটি দল ছিটকে গেছে। আর তিনটি দল প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছে। শেষ চারের জন্য আর একটি মাত্র জায়গা বাকি আছে। আর সেইজন্যই এই মুহূর্তে লড়াইতে আছে তিনটি দল (ipl 2025 playoff qualification scenarios)।

রবিবারের পরেই, প্লে-অফে একসঙ্গে জায়গা পাকা করে নিয়েছে তিনটি দল

Scroll to load tweet…

দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স বড় জয় পেতেই তারা সোজা প্লে-অফে পৌঁছে গেছে। সেইসঙ্গে, শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। আর বাকি রয়েছে মাত্র একটি জায়গা (which team qualified in ipl 2025)। 

আর সেইজন্য এই মুহূর্তে লড়াইতে রয়েছে তিনটি দল

Scroll to load tweet…

মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লী ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। এর আগেই আশা শেষ হয়ে গেছে গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। এছাড়াও লড়াই থেকে আগেই বাদ গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস (ipl qualification scenarios)।

এদিকে রবিবার, দিল্লীকে হারানোর পর ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের একেবারে প্রথমে রয়েছে গুজরাত। আপাতত তাদের নেট রানরেট +০.৭৯৫। তাই শুধু প্লে-অফ নয়, প্রথম দুটি দলের মধ্যেও জায়গা পাকা করে নিতে পারে টাইটান্সরা। কারণ, তাদের হাতে এখনও আরও দুটো ম্যাচ রয়েছে। 

Scroll to load tweet…

দ্বিতীয় স্থানে আছে বেঙ্গালুরু, তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১৭। এরপর তৃতীয় স্থানে থাকা পাঞ্জাবের পয়েন্টও ১২ ম্যাচে ১৭। তবে গুজরাত বনাম দিল্লী ম্যাচের আগে পর্যন্ত, এই দুই দলের প্লে-অফ নিশ্চিত ছিল না। কিন্তু এই ম্যাচের পর তারাও এবার প্লে-অফে উঠে গেছে।

অর্থাৎ, প্লে-অফের বাকি একটি জায়গার জন্য এই মুহূর্তে লড়াই চলছে তিনটি দলের মধ্যে। মুম্বইয়ের পয়েন্ট আপাতত ১২ ম্যাচে ১৪। তাদের নেট রানরেট সবচেয়ে বেশি (+১.১৫৬)। এদিকে দিল্লীর পয়েন্ট ১২ ম্যাচ খেলে ১৩ এবং নেট রানরেট +০.২৬০। 

Scroll to load tweet…

এরপর লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০। তাদের নেট রানরেট এই তিনটি দলের মধ্যে সবচেয়ে কম, -০.৪৬৯। এখন এই তিনটি দলের মধ্যেই একটি দল প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।