Virat Kohli IPL 2025: এবারের আইপিএল-এর শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) কিংবদন্তি বিরাট কোহলি। এবার দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
Punjab Kings vs Royal Challengers Bengaluru, IPL 2025 Qualifier 1: চলতি আইপিএল-এ (IPL 2025) লিগ পর্যায়ের খেলা শেষ। এবার শুরু হচ্ছে প্লে-অফ। বৃহস্পতিবার কোয়ালিফায়ার ১-এ শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) পাঞ্জাব কিংসের (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এর মধ্যে শেষবার দলের অধিনায়ক ছিলেন বিরাট। তিনি সেবারও অসাধারণ পারফরম্যান্স দেখান। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ৯ বছর পর ফের আইপিএল ফাইনালের হাতছানি। এবার আর খালি হাতে ফিরতে চান না বিরাট। দলকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য। মঙ্গলবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ২২৮ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করার পর আরসিবি বৃহস্পতিবার মুল্লানপুরে টেবল টপার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনাল খেলবে।
প্রথমবার আইপিএল জিতবেন বিরাট?
আইপিএল-এর ফর্ম্যাট অনুযায়ী, লিগ পর্যায়ে সেরা দুই দলের মধ্যে থাকার সুবিধা হল, কোয়ালিফায়ারে হেরে গেলেও, ফাইনালে পৌঁছনোর জন্য আরও একবার সুযোগ পাওয়া যায়। যে দল কোয়ালিফায়ার ১-এ হেরে যাবে, তারা গুজরাট টাইটানস (Gujarat Titans) এবং মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) মধ্যে এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ ম্যাচে খেলবে। ফলে বিরাটের সামনে এবার ফাইনাল খেলার ভালো সুযোগ রয়েছে।
কেরিয়ারের শেষ প্রান্তে বিরাট
৩৬ বছর বয়সি বিরাট সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। গত বছর ভারতের বিশ্বকাপ জয়ের পর তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকেও সরে গিয়েছেন। কিন্তু আইপিএল ট্রফি জয়ের আকাঙ্ক্ষা এখনও দুইবারের বিশ্বকাপ বিজয়ীর মনে জ্বলজ্বল করছে। তিনি এ বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিরাট বলেছেন, ‘২০১৬ সালে আমার জীবনে দু’টি হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। প্রথমটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপর আইপিএল ফাইনাল।' ‘কিং কোহলি’ আইপিএল-এর ইতিহাসে যে কোনও খেলোয়াড়ের চেয়ে বেশি রান করেছেন। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর থেকে একই দলের হয়ে খেলে চলেছেন তিনি। তিনবার আইপিএল ফাইনালে হেরে গিয়েছেন। কিন্তু অনুরাগীরা বিশ্বাস করেন যে বিরাট তাঁর জার্সিতে ১৮ নম্বর পরেন এটি একটি শুভ লক্ষণ। এ বছর আইপিএল-এর ১৮-তম বার ভাগ্য তাঁর সঙ্গে থাকবে। বিরাট এবার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। মঙ্গলবারও তিনি ৫৪ রান করেন। চলতি আইপিএল-এ ৬০.২০ গড়ে ৬০২ রান করেছেন এই কিংবদন্তি।
জশ হ্যাজেলউডের প্রত্যাবর্তন
জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ায় আইপিএল-এর প্লে-অফে ইংল্যান্ডের জস বাটলারকে পাচ্ছে না গুজরাট টাইটানস। তবে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকে পাচ্ছে আরসিবি। এই পেসার রবিবার আরসিবি শিবিরে ফিরেছেন। তিনি বৃহস্পতিবার খেলবেন বলে আশা করা হচ্ছে। কাঁধের ব্যথার কারণে এবং ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য প্লে-অফে হ্যাজেলউডের প্রত্যাবর্তন নিয়ে সন্দেহ ছিল। তবে এই পেসার ভারতে ফিরেছেন। ফলে প্লে-অফের আগে বিরাটদের শক্তি বেড়ে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


