সংক্ষিপ্ত

Rajasthan Royals: আসন্ন আইপিএল ২০২৫-এর জন্য প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে রাজস্থান রয়্যালস। তবে এরই মধ্যে চোট পেলেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তবে তাঁর চোট গুরুতর নয়।

Rahul Dravid Injury: এক দশকেরও বেশি সময় আগে আন্তর্জাতিক ক্রিকেট (Cricket) থেকে অবসর নিয়েছেন। তারপর কোচ হিসেবে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। কিন্তু ৫২ বছর বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ছেলে অন্বয়ের সঙ্গে ক্লাব ক্রিকেটে খেলতে গিয়ে পায়ে চোট পেলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান কোচ। তিনি এবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচ। এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দ্রাবিড়ের ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এই তারকার বাঁ পায়ে ব্যান্ডেজ জড়ানো। তবে জানা গিয়েছে, দ্রাবিড়ের চোট গুরুতর নয়। তিনি বুধবারই রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে যোগ দিচ্ছেন। এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁদের সাহায্য করছেন প্রধান কোচ দ্রাবিড়।

কীভাবে চোট পেলেন দ্রাবিড়?

দ্রাবিড়ের ছেলে অন্বয়ের বয়স ১৬ বছর। তাঁর সঙ্গে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত গ্রুপ থ্রি লিগের সেমি-ফাইনাল ম্যাচ খেলতে নামেন দ্রাবিড়। তিনি বিজয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন। তাঁর দল ম্যাচের সপ্তম ওভারেই ১২ রানে ৩ উইকেট খুইয়ে বসে। সেই সময় ক্রিজে ছিলেন অন্বয়। তাঁর সঙ্গে ক্রিজের অপর প্রান্তে যোগ দেন দ্রাবিড়। বাবা-ছেলের জুটিতে ৪৩ রান যোগ হয়। ২৮ বলে ২৯ রান করেন দ্রাবিড়। তিনি ৬টি বাউন্ডারি মারেন। অন্বয় করেন ২২ রান। ব্যাটিং করার সময়ই বাঁ পায়ে চোট পান দ্রাবিড়। তবে সেই চোট নিয়েই তিনি ব্যাটিং চালিয়ে যান। ইনিংসের ১৮-তম ওভারে রান নেওয়ার সময় কয়েক পা ছুটেই থেমে যান দ্রাবিড়। তাঁর কাফ মাসলে টান লাগে। সতীর্থরা তাঁকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এরপর আর মাঠে নামতে পারেননি দ্রাবিড়। তাঁর দল এই ম্যাচে হেরে যায়।

২২ মার্চ শুরু আইপিএল ২০২৫

গত বছর টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে যান দ্রাবিড়। আইপিএল ২০২৫-এর নিলামের আগে তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করে রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন এবং ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারার সঙ্গে কাজ করবেন দ্রাবিড়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।