IPL 2025 Resume Date: ভারত-পাক যুদ্ধের আবহে বন্ধ হয়ে গেছিল আইপিএল (IPL 2025)। ফের শুরু হচ্ছে এই মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা।
IPL 2025 Resume Date: দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর। ফের শুরু হচ্ছে আইপিএল (new ipl schedule 2025)।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সাময়িকভাবে বন্ধ ছিল আইপিএল। কিন্তু এই মুহূর্তে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পর, ফের শুরু হতে এই মেগা প্রতিযোগিতা (ipl rescheduled)।
কবে থেকে শুরু?
ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। মাঝে কয়েকদিন খেলা বন্ধ থাকায়, নতুনভাবে ফিক্সচার তৈরি করতে হয়েছে তাদের। পরিবর্তিত সেই সূচিও ইতিমধ্যেই সামনে চলে এসেছে (ipl 2025 schedule total match)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ মে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন, মঙ্গলবার। এদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলা হবে ২৯ মে, বৃহস্পতিবার। এলিমিনেটর ম্যাচটি হবে ৩০ মে, শুক্রবার। অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলা হবে ১ জুন, রবিবার (ipl 2025 rescheduled date)।
তবে গ্রুপ পর্বের ম্যাচগুলির কথা জানা গেলেও, প্লে-অফের খেলা কোথায় হবে, তা এখনও জানায়নি বিসিসিআই।
উল্লেখ্য, আইপিএল বন্ধ হওয়ার সময়ই বোর্ড দশটি দলকে জানিয়ে দিয়েছিল, যে সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা দেশে ফিরে গেছেন, তারা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাদের। ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে (ipl schedule new)।
তবে চেন্নাই এবং হায়দ্রাবাদে একটিও ম্যাচ রাখা হয়নি। বেঙ্গালুরুতে রয়েছে দু’টি ম্যাচ। ঘরের মাঠে বেঙ্গালুরুর আগামী ১৭ মে খেলবে কেকেআর-এর বিরুদ্ধে এবং ২৩ মে খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। এছাড়া, জয়পুর, দিল্লী, আহমেদাবাদ, লখনউ এবং মুম্বইয়ে বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
জয়পুরে যে ম্যাচগুলি হবেঃ
১৮ মেঃ রাজস্থান বনাম পাঞ্জাব (জয়পুর),
২৪ মে পাঞ্জাব বনাম দিল্লী (জয়পুর)
২৬ মেঃ পাঞ্জাব বনাম মুম্বই (জয়পুর)
![]()
দিল্লীতে যে ম্যাচগুলি হবেঃ
১৮ মে দিল্লী বনাম গুজরাত (দিল্লী),
২০ মেঃ চেন্নাই বনাম রাজস্থান (দিল্লী)
২৫ মেঃ হায়দ্রাবাদ বনাম বনাম কলকাতা (দিল্লী)
লখনউতে যে ম্যাচগুলি হবেঃ
১৯ মেঃ লখনউ বনাম হায়দ্রাবাদ (লখনউ)
২৭ মেঃ লখনউ বনাম বেঙ্গালুরু (লখনউ)
আহমেদাবাদে যে ম্যাচগুলি হবেঃ
২২ মেঃ গুজরাত বনাম লখনউ (আহমেদাবাদ)
২৫ মেঃ গুজরাত বনাম চেন্নাই (আহমেদাবাদ)
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

