সংক্ষিপ্ত
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল-এ খেলার সুবাদেই যাবতীয় খ্যাতি, যশ লাভ করেছেন রিঙ্কু সিং। জাতীয় দলেও সুযোগ পেয়েছেন এই ব্যাটার। এবার তিনি কেকেআর ছাড়তে পারেন।
আগামী মরসুমের আইপিএল-এ কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন না তারকা ব্যাটার রিঙ্কু সিং? এই ব্যাটার তেমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁকে যদি নিলামের আগে ছেড়ে দেয় কেকেআর, তাহলে কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চান, সে কথাও জানিয়ে দিয়েছেন রিঙ্কু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে চান এই ব্যাটার। তিনি বিরাট কোহলির সঙ্গে একই দলে খেলতে চান। এই কারণেই কেকেআর ছাড়তে হলে আরসিবি-তে যোগ দিতে চাইছেন রিঙ্কু। তবে কেকেআর যদি তাঁকে দলে ধরে রাখে, তাহলে আর নিলামে থাকবেন না এই ব্যাটার। তখন আর তাঁর দ্বিতীয় পছন্দের দলের হয়ে খেলা সম্ভব হবে না।
রিঙ্কুকে ছেড়ে দেবে কেকেআর?
আইপিএল-এ গত দুই মরসুমে কেকেআর-এর ভারতীয় ব্যাটারদের মধ্যে অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন রিঙ্কু। তিনি ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ২০২৫ সালের আইপিএল-এর আগে যদি মেগা নিলাম হয়, তাহলে বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিতে বাধ্য থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলি। রিঙ্কুকেও ছেড়ে দিতে পারে কেকেআর। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই দ্বিতীয় পছন্দের দলের নাম জানিয়ে দিলেন রিঙ্কু। এই ব্যাটার আইপিএল-এ যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই দলে নিতে চাইবে। তবে রিঙ্কু নিজে আরসিবি-তে যোগ দিতে চাওয়ায় অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি হয়তো লড়াইয়ে যাবে না। রিঙ্কু যদি আরসিবি-তে যোগ দেন, তাহলে বিরাটদের দলের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে।
প্রথম আইপিএল খেতাবের খোঁজে আরসিবি
এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। প্রথম আইপিএল থেকেই খাতায়-কলমে অসাধারণ দল হলেও, সেই অনুযায়ী পারফরম্যান্স দেখা যাচ্ছে না। রিঙ্কু যদি দলে যোগ দেন, তাহলে চাপের মুহূর্তে তাঁর দুর্দান্ত লড়াইয়ের ক্ষমতা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে আরসিবি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rinku Singh: কেন টি-২০ বিশ্বকাপের মূল দলে নেই রিঙ্কু? ব্যাখ্যা আগরকরের
Rinku Singh: তৈরি ছিল আতসবাজি-মিষ্টি, উৎসবের সুযোগই পেল না রিঙ্কু সিংয়ের পরিবার