IPL 2026: আইপিএল-এ যোগ দেওয়ার পর থেকে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তবে আগামী বছরের আইপিএল-এর আগে দলকে শক্তিশালী করে তোলার চেষ্টা করছে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল।

DID YOU
KNOW
?
টম মুডির নতুন ভূমিকা
আইপিএল-এর প্রথম মরসুম থেকেই আছেন টম মুডি। এবার তিনি লখনউ সুপার জায়ান্টসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।

Lucknow Super Giants: আগামী বছরের আইপিএল-এর (IPL 2026) আগে দলের কোচিং বিভাগকে শক্তিশালী করে তুলছে লখনউ সুপার জায়ান্টস। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের (New Zealand) কেন উইলিয়ামসনকে (Kane Williamson) দলের কৌশলগত পারমর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। এবার অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অলরাউন্ডার টম মুডিকে (Tom Moody) লখনউ সুপার জায়ান্টসের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ করা হল। আইপিএল-এর পাশাপাশি এসএ২০ (SA20) ও দ্য হান্ড্রেডে (The Hundred) সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল আছে। সব দলেরই দায়িত্ব দেওয়া হয়েছে মুডিকে। কিছুদিন পরেই হতে চলেছে আইপিএল ২০২৬-এর নিলাম। আগামী মরসুমের দল গঠনের ক্ষেত্রে মুডির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন ক্রিকেটারদের দলে নেওয়া হবে এবং দলের কৌশল কী হবে, সে বিষয়ে তিনি মতামত পেশ করবেন।

কোচ হিসেবে অভিজ্ঞ মুডি

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে গত দুই দশক ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত মুডি। তিনি বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল-এও কোচিংয়ের অভিজ্ঞতা আছে। তাঁর কোচিংয়ে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ভারতীয় ক্রিকেটের সংস্কৃতি এবং এদেশের ক্রিকেটারদের সঙ্গে ভালোভাবেই পরিচিত মুডি। ফলে তিনি দলকে সাফল্য এনে দিতে পারবেন বলে আশায় লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট। মুডির সঙ্গ থাকছেন উইলিয়ামসন। তাঁরা দলকে সাহায্য করতে পারেন।

আইপিএল-এর শুরু থেকেই আছেন মুডি

২০০৫ সালে শ্রীলঙ্কার জাতীয় দলের (Sri Lanka national cricket team) প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান মুডি। তাঁর কোচিংয়েই ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ (2007 ICC Cricket World Cup) ফাইনালে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এরপর ২০০৭ সালে তিনি পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Western Australia cricket team) প্রধান কোচ নিযুক্ত হন। এরই মধ্যে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) প্রধান কোচ হিসেবে কাজ করেন মুডি। এরপর তিনি ২০১৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব নেন। ২০১৬ সালে দলকে চ্যাম্পিয়ন করার পর সরে গেলেও, ২০২০ সালে তিনি ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে ফিরে আসেন। এবার তিনি লখনউয়ের দায়িত্ব নিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।