Sanjiv Goenka: আইপিএল-এর (IPL 2025) পাশাপাশি আইএসএল-এও দল রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার। আইএসএল-এ কোনওদিন ফুটবলারদের ভর্ৎসনা করতে দেখা না গেলেও, আইপিএল-এ সেটা করে চলেছেন সিইএসসি কর্ণধার।

Sanjiv Goenka Confronts Rishabh Pant: ইঙ্গিত আগেই পাওয়টা গিয়েছিল। প্রথম ম্যাচে হারের পরেই মাঠে নেমে পড়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। সেদিন তিনি অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে হাসিমুখে কথা বলেছিলেন। যদিও ঠিক কী বার্তা দিয়েছিলেন, তা জানা যায়নি। মঙ্গলবার চলতি আইপিএল-এ (IPL 2025) নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় হারের পরেও মাঠে নেমে পড়েন এলএসজি কর্ণধার। এবারও তিনি ঋষভের সঙ্গে কথা বলেন। কিন্তু এবার আর গোয়েঙ্কার মুখে হাসি ছিল না। গত মরসুমে কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে তিনি যেভাবে কথা বলেছিলেন, ঋষভের সঙ্গে ঠিক সেই ভঙ্গিতেই কথা বললেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। গোয়েঙ্কার শরীরি ভাষা বলে দিচ্ছে, দলের এই ব্যর্থতায় তিনি ক্ষুব্ধ। অধিনায়কের কাছ থেকে হারের ব্যাখ্যা চাইছেন।

টানা ব্যর্থতায় চাপে ঋষভ

এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচেই ভালো ব্যাটিং করতে পারেননি ঋষভ। প্রথম ম্যাচে পুরনো দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৬ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান লখনউয়ের অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বল খেলে ১৫ রান করেন। যা টি-২০ ফর্ম্যাটের উপযুক্ত নয়। এরপর মঙ্গলবার তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৫ বল খেলে ২ রান করেন ঋষভ। তিনি নিজে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনই দলও দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে। এই কারণেই ফ্র্যাঞ্চাইজি কর্ণধারের রোষের মুখে পড়েছেন ঋষভ। তিনি যদি ভালো পারফরম্যান্স দেখাতে না পারেন, তাহলে চাপ বাড়বে।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আইপিএল-এর সবচেয়ে দামী ক্রিকেটারের ব্যর্থতা

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন ঋষভ। এবার তাঁর দর ২৭ কোটি টাকা। কিন্তু এত টাকা পাওয়া ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফলে তাঁকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।