Devon Conway: নিউজিল্যান্ডের (New Zealand) ওপেনার ডেভন কনওয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল-এও (IPL 2025) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি গত আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলেছেন। তবে এবার দল পাননি।
KNOW
New Zealand vs West Indies: ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তারপর আইপিএল ২০২৬-এর মিনি নিলামে (IPL 2026 Mini Auction) কোনও দলেই জায়গা পাননি। তবে মাউন্ট মাউনগানুইয়ের (Mount Maunganui) বে ওভালে (Bay Oval) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অসাধারণ ইনিংস খেললেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway)। তিনি ২২৭ রানের অসাধারণ ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ৩১টি বাউন্ডারি। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামও (Tom Latham) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ১৩৭ রান করেন। তিনি ১৫টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরের জন্য ভালো খবর। এবারের আইপিএল-এর নিলামে কেকেআর-এ জায়গা পাওয়া রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ভালো ব্যাটিং করেন। তিনি ৭২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি ছিল।
কেরিয়ারের সেরা স্কোর কনওয়ের
আইপিএল-এ কোনও দলেই জায়গা না পেলেও, জাতীয় দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন কনওয়ে। তিনি কেরিয়ারের সেরা ইনিংস খেললেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই ইনিংসেই তিনি সর্বাধিক স্কোর করলেন। তিনি সাত ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটিং করেন। নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দেন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম দিন পুরো সময় ক্রিজে থাকেন কনওয়ে। দিনের শেষে তিনি ১৭৮ রান করে অপরাজিত ছিলেন। ল্যাথামের সঙ্গে ওপেনিং জুটিতে তিনি ৩২৩ রান যোগ করেন। দ্বিতীয় দিন দ্বিশতরান পূরণ করার পরেও নিজের ও দলের রান বাড়ান। শেষপর্যন্ত জাস্টিন গ্রিভসের (Justin Greaves) বলে এলবিডব্লু হয়ে যান কনওয়ে।
লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ
এই ম্যাচের দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১১০ রান। ব্র্যান্ডন কিং (Brandon King) ৫৫ ও জন ক্যাম্পবেল (John Campbell) ৪৫ রানে অপরাজিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


