IPL 2026: কয়েকদিন পরেই ২০২৬ সালের আইপিএল-এর নিলাম হতে চলেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল। কিন্তু পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) আইপিএল সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন।

DID YOU
KNOW
?
প্রতিভায় এগিয়ে পিএসএল!
গত কয়েক বছরে সব আইসিসি টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে পাকিস্তান। তারপরেও ওয়াসিম আক্রমের দাবি, প্রতিভায় সেরা লিগ পিএসএল।

Pakistan Super League: সুকুমার রায় লিখেছিলেন, 'কিন্তু সবার চাইতে ভাল—পাঁউরুটি আর ঝোলা গুড়।' ঠিক সেভাবেই আইপিএল (Indian Premier League) ও অন্য দেশগুলির টি-২০ লিগের চেয়ে পাকিস্তান সুপার লিগকে (Pakistan Super League) ভালো বলছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। তাঁর দাবি অনুযায়ী, আইপিএল ও অন্যান্য টি-২০ লিগগুলি অনেকদিন ধরে চলে বলে বিরক্তিকর হয়ে ওঠে। সেই তুলনায় পিএসএল কম দিন ধরে চলে বলে ভালো। পিএসএল-এর এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আক্রম। তিনি রসিকতা করে বলেছেন, আইপিএল শেষই হতে চায় না। এই লিগ দেখতে দেখতে বাচ্চারা বুড়ো হয়ে গেল। কিন্তু আইপিএল-সহ বিভিন্ন লিগের তুলনায় যে পিএসএল-এর মান অনেক খাটো, সে বিষয়ে কিছু বলেননি আক্রম।

কম দিন চললেই ভালো!

আক্রম বলেছেন, ‘এই লিগের (পিএসএল) সবচেয়ে ভালো দিক হল, ৩৪-৩৫ দিন ধরে চলে। আগামী বছর হয়তো আরও কয়েকদিন বেশি চলবে। তবে অন্য লিগগুলির মতো তিন মাস ধরে চলে না। বাচ্চারা বুড়ো হয়ে যায় কিন্তু ওই লিগ (আইপিএল) শেষই হয় না। বিদেশি খেলোয়াড়রা যখন পাকিস্তানে যে কোনও লিগ খেলতে আসেন, তখন তারা ৩৫-৪০ দিন থাকতে চান। তার বেশিদিন থাকা, আড়াই-তিন মাস থাকা সবার পক্ষেই একটু অসুবিধাজনক। আমারই এতদিন ধরে ওই লিগগুলির খেলা দেখতে বিরক্ত লাগে।’

প্রতিভার দিক থেকে সেরা লিগ পিএসএল!

পিএসএল-এর প্রশংসা করতে গিয়ে আক্রম আরও বলেছেন, ‘বেশিদিন ধরে লিগ চললে যে ভালো হয় না, তার সবচেয়ে বড় উদহারণ হল বিগ ব্যাশ লিগ (Big Bash League)। ওরা শুরুতে আড়াই মাস ধরে লিগ চালাত। চার-পাঁচ বছর পর ওরা বুঝতে পারে, এভাবে হচ্ছে না। এখন ওদের লিগ ৪০ দিন ধরে চলে। এটাই পিএসএল-এর সৌন্দর্য। আমি বিদেশের যাদের সঙ্গেই কথা বলি, ওরা আইপিএল ও অন্যান্য লিগে বোলিংয়ের কথা বলে। ওরা বলে, প্রতিভার দিক থেকে এক নম্বর হল পিএসএল। কারণ, আমাদের এখানে সংখ্যায় বেশি নয়, গুণগত মানের দিক থেকে এগিয়ে থাকা খেলোয়াড় বেশি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।