IPL 2025 Final: এবারের আইপিএল ফাইনালে শুধু ক্রিকেট নয়, জাতীয়তাবাদও বিশেষ গুরুত্ব পেতে চলেছে। আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তিন বিভাগের প্রধানকে সম্মান জানাতে চলেছে বিসিসিআই (BCCI)। এতে খুশি কপিল দেব (Kapil Dev)।

Kapil Dev Hailed Indian Armed Forces: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ৩ জুন অনুষ্ঠিত হতে চলা আইপিএল ফাইনালে (IPL 2025 Final) ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed Forces) তিন বাহিনীর প্রধানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব তাঁর মতামত ব্যক্ত করেছেন। তিনি বিসিসিআই-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে দেশের প্রতি সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করেছেন কপিল দেব। তিনি সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছেন। এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার (Indian-Pakistan Conflict) কারণে ৯ মে সাময়িকভাবে স্থগিত করা হয় আইপিএল। এরপর পরিবর্তিত সূচি অনুযায়ী, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩ জুন আইপিএল-এর শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিসিআই (BCCI) সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীকে বিশেষ সম্মান জানানো হবে। 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) সাফল্য উদযাপন করার লক্ষ্যেই বিসিসিআই-এর এই পদক্ষেপ।

বিসিসিআই-এর উদ্যোগে গর্বিত কপিল দেব

বিসিসিআই-এর এই সিদ্ধান্তের বিষয়ে কপিল দেব বলেছেন, 'আমি গর্বিত যে আইপিএল ফাইনালে সব বাহিনীর প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের এবং আমাদের দেশের জন্য তাঁরা যা করেছেন, তার জন্য আমাদের তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমি শুধু বলতে চাই, কথা না বলে ঐক্য এবং শক্তি দেখাই। বেশি বড় বড় কথা বলার দরকার নেই, বড় বড় কাজ করার দরকার আছে। যেমন আমাদের সেনাবাহিনী করেছে।'

সেনাবাহিনীকে কুর্ণিশ বিসিসিআই-এর

এর আগে মঙ্গলবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, আইপিএল ফাইনালে তিন বাহিনীর প্রধান, শীর্ষস্থানীয় আধিকারিক এবং সেনা জওয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে (Pahalgam) সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সামরিক অভিযান ছিল 'অপারেশন সিঁদুর'। ৭ মে শুরু হওয়া এই অভিযানে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদীর মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার শুরু আইপিএল প্লে-অফ

বৃহস্পতিবার আইপিএল-এর প্লে-অফ শুরু হচ্ছে। এদিন কোয়ালিফায়ার ১-এ (Qualifier 1) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।