- Home
- Sports
- Cricket
- IPL Mega Auction DC: মিচেল স্টার্ক থেকে কেএল রাহুল, আর কারা 'দিল' দিয়ে এলেন দিল্লীতে?
IPL Mega Auction DC: মিচেল স্টার্ক থেকে কেএল রাহুল, আর কারা 'দিল' দিয়ে এলেন দিল্লীতে?
পিছিয়ে রইল না দিল্লীও।
115

Image Credit : Asianet News
আইপিএল-এর মেগা নিলাম থেকে একাধিক ক্রিকেটারকে দলে নিল দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals)
কারা কারা এলেন এই দলে?
215
Image Credit : X/@KKRiders
১১.৭৫ কোটি টাকায় দিল্লী কিনল তাঁকে
অজি পেসার মিচেল স্টার্ক খেলবেন ডিসি-র জার্সিতে।
315
Image Credit : Google
কেএল রাহুল এবার দিল্লীতে
১৪ কোটি টাকার বিনিমিয়ে তিনি এবার ক্যাপিটালসে।
415
Image Credit : PTI
হ্যারি ব্রুককে ৬.২৫ কোটি টাকায় কিনল দিল্লী
তিনি খেলবেন ডিসি-র হয়ে।
515
Image Credit : Getty
আরটিএম কার্ড ব্যবহার করে তাঁকে নিয়েছে ডিসি
৯ কোটি টাকায় ম্যাকগ্রাককে কিনেছে দিল্লী ক্যাপিটালস।
615
Image Credit : Asianet News
টি নটরাজনকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছে দিল্লী
নতুন টিমে খেলবেন তিনি।
715
Image Credit : Getty
করুণ নায়ার ডিসি-তে
তাঁকে ৫০ লক্ষ টাকায় কিনেছে দিল্লী ক্যাপিটালস। এই দলের পুরনো সৈনিক।
815
Image Credit : Instagram
সমীর রিজভিকে নিল দিল্লী
খরচ করল ৯৫ লক্ষ টাকা।
915
Image Credit : Instagram
আশুতোষ শর্মা এলেন দিল্লীতে
৩.৮০ কোটি টাকায় তাঁকে কিনল ডিসি।
1015
Image Credit : Instagram
মোহিত শর্মা এবার খেলবেন দিল্লীর জার্সিতে
তাঁকে ২.২০ কোটি টাকায় কিনেছে ডিসি।
1115
Image Credit : PTI
ফ্যাফ ডু প্লেসি এবার ডিসিতে
দিল্লী তাঁকে কিনেছে ২ কোটি টাকা দিয়ে।
1215
Image Credit : Instagram
৮ কোটি টাকাতে মুকেশ কুমার এবার দিল্লীতে
ডিসি-র হয়ে নামবেন এই পেসার।
1315
Image Credit : Asianet News
দর্শন নালকাণ্ডে এলেন দিল্লীতে
তাঁকে ডিসি কিনল ৩০ লক্ষ টাকা দিয়ে।
1415
Image Credit : SOCIAL MEDIA
ভীপরাজ নিগমকে দিল্লী কিনেছে ৫০ লক্ষ টাকা দিয়ে
ডোনোভান ফেরেইরাঃ ৭৫ লক্ষ
অজয় মণ্ডলঃ ৩০ লক্ষ
মনভন্থ কুমারঃ ৩০ লক্ষ
মাধব তিওয়ারিঃ ৪০ লক্ষ
1515
Image Credit : Getty
শ্রীলঙ্কার ক্রিকেটার দশমন্থা চামিরাকে ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনল দিল্লী ক্যাপিটালস
তিনি এবার প্রথম খেলবেন ডিসি-র হয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos