- Home
- Sports
- Cricket
- IPL Mega Auction KKR: কেমন দল হল নাইটদের? যে যে ক্রিকেটাররা এলেন কলকাতায়, রইল বিস্তারিত
IPL Mega Auction KKR: কেমন দল হল নাইটদের? যে যে ক্রিকেটাররা এলেন কলকাতায়, রইল বিস্তারিত
- FB
- TW
- Linkdin
দলে এলেন একাধিক নতুন তারকা
আবার পুরনো কয়েকজন সৈনিকও ফিরলেন ঘরে। চলুন দেখে নেওয়া যাক, কাদেরকে কিনল কেকেআর?
রেকর্ড অর্থের বিনিময়ে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল নাইটরা
তাঁকে কিনতে খরচ করল ২৩.৭৫ কোটি টাকা।
কলকাতায় এলেন কুইন্টন ডি কক
মোট ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর-এ এলেন রহমানউল্লাহ গুরবাজ
তাঁকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিল তারা।
অন্যদিকে, প্রোটিয়া পেসার আনরিক নর্টজেও এবার কলকাতায়
মোট ৬.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
অঙ্গকৃশ রঘুবংশী কলকাতায়
তাঁকে ৩ কোটি টাকার বিনিময়ে কিনল কেকেআর।
কেকেআর-এ এলেন আরেক অলরাউন্ডার রভম্যান পাওয়েল
১.৫০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা।
ওদিকে কলকাতার পুরনো সৈনিক মণীশ পাণ্ডে ফিরে এলেন
মোট ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নিল নাইটরা।
সেখানেই শেষ নয়
২ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে বাঁহাতি অজি পেসার স্পেন্সার জনসরকে কিনল কলকাতা।
এছাড়াও উইকেটরক্ষক-ব্যাটার লাভনিথ সিসোদিয়াকে কিনল কলকাতা
তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিল নাইটরা।
নাইট ব্রিগেডে এলেন অজিঙ্ক রাহানে
১.৫০ কোটি টাকা তাঁর দর উঠল।
অনুকূল রায়কে ৪০ লক্ষ টাকায় কিনল কলকাতা
শক্তি বাড়াল কলকাতা।
মইন আলী এলেন কলকাতায়
২ কোটি টাকায় তাঁকে কিনল কেকেআর
৭৫ লক্ষ টাকায় কলকাতায় উমরান মালিক
আইপিএল-এর অন্যতম জোরে বোলার তিনি।
বৈভব আরোরা এলেন কলকাতায়
তাঁকে ১.৮০ কোটি টাকায় কিনল কেকেআর।
মায়াঙ্ক মারকান্ডেকে ৩০ লক্ষ টাকায় দলে নিল নাইটরা
তিনি খেলবেন কলকাতার জার্সিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।