IPL Mega Auction LSG: কোটি কোটি টাকা খরচ করে কোন কোন ক্রিকেটারদের দলে নিল লখনউ?
আইপিএল-এর মেগা নিলাম শেষ।
111

Image Credit : SOCIAL MEDIA
আর সেই অকশনে নিজেদের ভালোমতো গুছিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)
চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ক্রিকেটারদের দলে নিল তারা।
211
Image Credit : X-@LucknowIPL
ভারতের অন্যতম উইকেটরক্ষক ব্যাটারকে রেকর্ড অর্থের বিনিময়ে কিনল এলএসজি
২৭ কোটি টাকার বিনিময়ে লখনউতে এলেন ঋষভ পন্থ।
311
Image Credit : PTI
দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারও লখনউতে
তাঁকে ৭.৫০ কোটি টাকা দিয়ে কিনল টিম ম্যানেজমেন্ট।
411
Image Credit : Social Media
ওদিকে এইডেন মার্করামও খেলবেন এলএসজি-র হয়ে
তাঁকে ২ কোটি টাকায় কেনে লখনউ সুপার জায়ান্টস।
511
Image Credit : others
মিচেল মার্শকে ৩.৪০ কোটি টাকায় কিনল লখনউ
তিনিও এবার এলএসজি-তে।
611
Image Credit : PTI
আবেশ খানকে ৯.৭৫ কোটি টাকায় কিনল এলএসজি
তিনিও এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টস জার্সিতে।
711
Image Credit : our own
আবদুল সামাদ এবার লখনউতে
৪.২০ কোটি টাকাতে তাঁকে কিনে নিল এলএসজি।
811
Image Credit : Asianet News
৩০ লক্ষ টাকায় আরিয়ান জুয়েল এবার লখনউতে
তিনি খেলবেন এলএসজি-র হয়ে।
911
Image Credit : Instagram
পেসার আকাশদীপকে ৮ কোটি টাকায় কিনল লখনউ
বাংলার এই জোরে বোলার খেলবেন এলএসজি-র হয়ে।
1011
Image Credit : SOCIAL MEDIA
আরও যাদের কিনল লখনউ
হিম্মত সিংঃ ৩০ লক্ষ
এম সিদ্ধার্থঃ ৭৫ লক্ষ
দিগভেশ সিংঃ ৩০ লক্ষ
আকাশ সিংঃ ৩০ লক্ষ
প্রিন্স যাদবঃ ৩০ লক্ষ
যুবরাজ চৌধুরীঃ ৩০ লক্ষ
রাজবর্ধন হাঙ্গারগেকারঃ ৩০ লক্ষ
আর্শিন কুলকার্নিঃ ৩০ লক্ষ
ম্যাথু ব্রিটজকেঃ ৭৫ লক্ষ
1111
Image Credit : Instagram
শাহবাজ আহমেদকে ২.৪০ কোটি টাকায় কিনল লখনউ
তিনি এবার নামবেন এলএসজি জার্সিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos