IPL Mega Auction KKR: তাহলে নাইটদের নতুন অধিনায়ক তিনিই হচ্ছেন? বিরাট আপডেট
- FB
- TW
- Linkdin
আসন্ন আইপিএল ২০২৫-কে (IPL 2025) কেন্দ্র করে সৌদি আরবের জেদ্দাহ শহরে বসেছে মেগা নিলামের আসর
রবিবার এবং সোমবার, দুইদিন মিলিয়ে চলবে এই অকশন।
শুরু থেকেই জমে ওঠে নিলাম পর্ব
একাধিক ক্রিকেটারকে নিয়ে দলগুলির মধ্যে চূড়ান্ত দড়ি টানাটানি চোখে পড়ল।
এদিন নিলামের শুরুতে খুব একটা লড়াইতে ছিল না কেকেআর (KKR)
কিন্তু আসতে আসতে লড়াই শুরু করল তারাও।
গতবারের চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজমেন্ট আসরে নামল
কার্যত, রেকর্ড অর্থের বিনিময়ে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল নাইটরা। খরচ করল ২৩.৭৫ কোটি টাকা। তাহলে কি ভেঙ্কি কেকেআর-এর নতুন অধিনায়ক? সম্ভাবনা প্রবল।
তবে সেখানেই শেষ নয়
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক এবং আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজকেও তুলে নিল কেকেআর।
খরচ হল ৩ কোটি ৬০ লক্ষ টাকা
রবিবারের নিলামে ৩ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে কুইন্টন ডি কককে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
অন্যদিকে, কেকেআর পরিবারে এলেন রহমানউল্লাহ গুরবাজ
তাঁকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিল তারা।
প্রোটিয়া পেসার আনরিক নর্টজেকে ৬.৫০ কোটি টাকায় দলে নিল কেকেআর
অর্থাৎ, বোলিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপাল নাইটরা।
গতবার কলকাতার হয়ে খেলা অঙ্গকৃশ রঘুবংশী আবারও কেকেআরে
তাঁকে ৩ কোটি টাকায় কিনল নাইট ব্রিগেড।
এছাড়া কলকাতা নাইট রাইডার্স যাদের রিটেইন করেছে
সুনীল নারাইন্, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
অর্থাৎ, প্রথম একাদশ তৈরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল কেকেআর
কারণ, ডি কক এবং গুরবাজ দুজনই ওপেন করতে পারেন। তাছাড়া নারাইন্তো আছেনই। এছাড়া মিডল অর্ডারে রিঙ্কু থাকছেন। ওদিকে আবার ভেঙ্কি আছেন, রমনদীপ আছে। সর্বোপরি রাসেলতো আছেনই। আর বোলিং বিভাগে নর্টজের সঙ্গে, হর্ষিত এবং বরুণ চক্রবর্তী যোগ্য সঙ্গত দিতে পারবেন। তাছাড়া এখনও দ্বিতীয় দিনের নিলাম বাকি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।