সংক্ষিপ্ত
বড়সড় পরিবর্তন আসছে আইপিএল-এর (IPL) মেগা অকশনে। জানা যাচ্ছে, জুলাই মাসের শেষদিকে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সঙ্গে আলোচনায় বসবেন।
বড়সড় পরিবর্তন আসছে আইপিএল-এর (IPL) মেগা অকশনে। জানা যাচ্ছে, জুলাই মাসের শেষদিকে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সঙ্গে আলোচনায় বসবেন।
সূত্রের খবর, রিটেইন করা ক্রিকেটারের সংখ্যা বেড়ে পাঁচ বা ছয় হওয়ার সম্ভাবনা। সেইসঙ্গে, আরটিএম (RTM) কার্ড ফেরানো হবে কিনা তা নিয়ে ঐ বৈঠকেই আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রত্যেকটি দলকে ৮টি করে রাইট টু ম্যাচ দেওয়ার প্রসঙ্গ উঠতে পারে সেই বৈঠকে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি বোর্ডের কাছে ‘পার্স ভ্যালু’ বাড়ানোর জন্য আবেদন করবে বলে জানা যাচ্ছে। আপাতত আইপিএলের (IPL) বর্তমান স্যালারি ক্যাপ ৯০ কোটি। সূত্রের খবর, পার্স ভ্যালু বাড়িয়ে ১৩০ থেকে ১৪০ কোটি টাকা করার আবেদন জানাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
শোনা যাচ্ছে, আইপিএল ২০২৫ এবং ২০২৬ মরশুমে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা বেড়ে হতে পারে ৮৪টি। আগামী ২০২৭ সালের আইপিএলে ৯৪টি ম্যাচ খেলা হতে পারে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকরা আইপিএল সিইও হেমাং আমিনের কাছে প্রতি পাঁচ বছর অন্তর মেগা নিলামের আবেদন করতে পারেন।
উল্লেখ্য, এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে অন্যতম মেগা টি-২০ ক্রিকেট (T-20 Cricket) প্রতিযোগিতা হল আইপিএল। বলা যেতে পারে, অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশকেও ছাড়িয়ে গেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে কিছু নিয়মেও। আর তাই এবার বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তারা।
আর সেখানেই রিটেইন করা ক্রিকেটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আরটিএম কার্ড ফেরানো নিয়েও বিস্তর আলোচনা সেই বৈঠকে হতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।