Jammu and Kashmir Cricket: বিজয় মার্চেন্ট ট্রফির ফাইনালে, মিজোরামকে হারিয়ে জম্মু-কাশ্মীরের অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল নয়া রেকর্ড গড়েছে। এই প্রথম তাড়া কোনও বিসিসিআই অনুমোদিত খেতাব জিতল।
Jammu and Kashmir Cricket: জম্মু-কাশ্মীর ক্রিকেটের ইতিহাসে এই দিনটি নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফির (Vijay Merchant Trophy) প্লেট গ্রুপের ফাইনালে, মিজোরামকে হারিয়ে জম্মু-কাশ্মীর ক্রিকেট দল তাদের প্রথম বিসিসিআই (BCCI) অনুমোদিত খেতাব জিতে রীতিমতো চমকে দিয়েছে।
জম্মু-কাশ্মীরের দাপট
সুরাটে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ, জম্মু-কাশ্মীর দল একটি ইনিংস এবং ১৮২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। চারদিনের এই ম্যাচটি জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা তৃতীয় দিনেই সফলভাবে জিতে নেন।
ম্যাচে কী হল?
• মিজোরামের প্রথম ইনিংসঃ ১০০ রানে অলআউট।
• জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংসঃ ৪০০ রান। অধিনায়ক সমেকি গজুরিয়া ১০২ রান করেন এবং অথর্ব শর্মার ঝুলিতে অপরাজিত ৯২ রানের ইনিংস।
• মিজোরামের দ্বিতীয় ইনিংসঃ ১১৮ রানে অলআউট।
জম্মু-কাশ্মীর দল প্রথম ইনিংসেই ৩০০ রানের লিড নিয়ে ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে।
বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স
দ্বিতীয় ইনিংসে, মিজোরামের ব্যাটিং লাইন-আপকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন জম্মু-কাশ্মীরের বোলাররা। সানিল সিং ৩টি উইকেট এবং জসকরণ সিং ও হাম্মাদ ফিরদৌস ২টি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
মুখ্যমন্ত্রীর প্রশংসা
এই ঐতিহাসিক জয়ের প্রশংসা করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। তিনি যে যথেষ্ট আবেগতাড়িত, সেটা তাঁর লেখা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। তিনি লেখেন, “এটি জম্মু-কাশ্মীরের ক্রমবর্ধমান ক্রিকেট প্রতিভার একটি জ্বলন্ত প্রমাণ।” দলের প্রত্যেকটি ক্রিকেটারকে অভিনন্দন জানান তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

