সংক্ষিপ্ত
পুনে টেস্টে খেলা দল থেকে মাত্র একটি পরিবর্তন করেছে ভারত। বুমরাহর পরিবর্তে পেসার মোহাম্মদ সিরাজ ভারতের একাদশে এসেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে যশপ্রীত বুমরাকে খেলানো হচ্ছে না কেন, তার কারণ স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই এবং অধিনায়ক রোহিত শর্মা নিজেও। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বুমরাকে বিশ্রাম দেওয়া হবে বলে গতকাল খবর পাওয়া যায়। কিন্তু এরপর সেই খবরেই পড়ে শিলমোহর। বুমরা অসুস্থ বলেই তিনি প্রথম একাদশে নেই বলে জানান দলের অধিনায়ক রোহিত শর্মা।
গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের আগে বুমরার চোট কতটা গুরুতর, এটাই ভক্তদের মধ্যে প্রধান উদ্বেগ তৈরি করেছে। এরপর বিসিসিআই বুমরাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে একটি পোস্ট করে এক্স হ্যান্ডলে। তাতে বলা হয়েছে, বুমরা এখনও ভাইরাল জ্বর থেকে পুরোপুরি সেরে ওঠেননি, তাই মুম্বই টেস্টে তিনি খেলবেন না।
পুনে টেস্টে খেলা দল থেকে মাত্র একটি পরিবর্তন করেছে ভারত। বুমরার পরিবর্তে পেসার মহম্মদ সিরাজ দলে এসেছেন। অন্যদিকে, পুনে টেস্টে খেলা দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। পুনেতে জয়ের নায়ক মিচেল স্যান্টনার চোটের কারণে ছিটকে যাওয়ার পর ইশ সোধি দলে এসেছেন। টিম সাউদির পরিবর্তে প্রথম টেস্টের নায়ক ম্যাট হেনরিও কিউইদের একাদশে ফিরেছেন।
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।