T20I Record: আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশের সংখ্যা খুব বেশি না হলেও, অ্যাসোসিয়েট দেশের সংখ্যা প্রায় ১০০। এই দেশগুলি টি-২০ ক্রিকেট খেলে। এর ফলে টি-২০ ফর্ম্যাটে নানা রেকর্ডও হয়।

Joanna Child T20I Record: বয়স ৬৪ বছর। সাধারণভাবে এই বয়সে চাকরি থেকে অবসর নিয়ে ছুটি কাটানোর কথা। কিন্তু এই বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক ঘটালেন পর্তুগালের জোয়ানা চাইল্ড। তাঁর নামের শেষে শিশু রয়েছে। এই কারণেই হয়তো এই বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার মতো ফিট আছেন জোয়ানা। তিনি সোমবার নরওয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পান। এরপর তিনি দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচেও খেলার সুযোগ পান। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচে মাত্র ২ রান করে আউট হয়ে যান জোয়ানা। তবে তিনি দলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হন। তাঁর দল টি-২০ সিরিজে ২-১ জয় পেয়েছে। জোয়ানা এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ঠিকই, কিন্তু তিনি এই বয়সে খেলছেন বলে জনপ্রিয় হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আলোচনা চলছে।

টি-২০ ক্রিকেটে বয়স্কতম অভিষেককারী ক্রিকেটার নন জোয়ানা!

দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ঘটালেন জোয়ানা। তাঁর আগে ৬২ বছর ১৪৫ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ফকল্যান্ড আইল্যান্ডের অ্যান্ড্রু ব্রাউনলি। ৬২ বছর ২৫ দিন বয়সে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ঘটান কেম্যান আইল্যান্ডসের ম্যালি মুর। সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেকের রেকর্ড আছে জিব্রাল্টারের স্যালি বার্টনের দখলে। তিনি ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন।

জোয়ানার সঙ্গে একই দলে কিশোরী ক্রিকেটাররা

৬৪ বছর বয়সি জোয়ানার সঙ্গে পর্তুগাল দলে ছিলেন ১৫ বছর বয়সি ইশরিত চিমা, ১৬ বছর বয়সি মরিয়ম ওয়াসিম এবং ১৬ বছর বয়সি আফশিন আহমেদ। তিন কিশোরী ক্রিকেটারের সঙ্গে জোয়ানার বয়সের পার্থক্য চোখে পড়ার মতো। কিন্তু তাঁরা একই দলে মিলে-মিশে খেললেন। ভবিষ্যতেও পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন জোয়ানা। তিনি ভালো পারফরম্যান্স দেখাতে চান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।