সংক্ষিপ্ত
অলরাউন্ডার এবং টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে অবশ্য দলে নেওয়া হয়নি।
গত ২০২৩ সালের বিশ্বকাপের পর, প্রথমবার জো রুট ইংল্যান্ডের একদিনের দলে ফিরে এসেছেন। তার আগে ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজের দলও ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ভারতে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য রুটকে রাখা হয়নি। এদিকে আবার টি-টোয়েন্টি দলে জো রুটের পরিবর্তে রেহান আহমেদকে দলে নেওয়া হয়েছে।
অলরাউন্ডার এবং টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকেও দলে নেওয়া হয়নি। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে স্টোকস চোট পেয়েছিলেন। সেই কারণেই, তাঁকে দলে রাখা হয়নি। গত একদিনের বিশ্বকাপে রুট ৩০.৬৬ গড় রেখে মাত্র ২৭৬ রান করেছিলেন। তবুও তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। জস বাটলারের নেতৃত্বাধীন এই দলে মার্ক উড এবং জোফরে আর্চারের মতো শক্তিশালী পেস আক্রমণ নিয়েই ভারতে আসছে ইংল্যান্ড।
এছাড়াও সাকিব মাহমুদ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জেমি ওভার্টন-ও দলে আছেন। গত কয়েক মাস ধরে বেশ ভালো খেলছেন জ্যাকব বেথেল, তাঁকেও দলে নেওয়া হয়েছে। আগামী ২২ জানুয়ারি ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে। একদিনের সিরিজ চলবে আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
ইংল্যান্ডের একদিনের দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মার্ক উড, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, বেন ডাকেট, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, জো রুট।
টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মার্ক উড, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, বেন ডাকেট, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জোফরা আর্চার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।