Ashes 2025: চোটের কারণে, অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। 

Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেসার জশ হ্যাজেলউড (australia vs england ashes)। চোটের কারণে, অ্যাশেজ সিরিজের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জশ তিনি (ashes 2nd test)।

শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর অ্যাশেজের প্রথম দুটি টেস্টে খেলতেই পারেননি। তবে দ্বিতীয় টেস্টের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়া দলে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্যবশত গোড়ালিতে ব্যথা অনুভব করায়, এবার গোটা সিরিজ থেকেই কার্যত, ছিটকে গেলেন এই তারকা।

হ্যাজেলউডের চোটের বিষয়টি অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মিডিয়াকে জানিয়ে দিয়েছেন। ম্যাকডোনাল্ড স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী ২০২৬ সালে, ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়াই এখন হ্যাজেলউডের প্রধান লক্ষ্য। 

ম্যাকডোনাল্ডের কথায়, ''দুর্ভাগ্যবশত জশ হ্যাজেলউড আর ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের অংশ হতে পারবেন না। এটি সত্যিই হতাশাজনক একটা খবর। আমরা ভেবেছিলাম, ও সিরিজে একটা বড় ভূমিকা পালন করবে। কিন্তু এই চোটটাই পুরো অন্য ধরনের। তাই ওর মনোযোগ এখন বিশ্বকাপের দিকে।''

অন্যদিকে, আগামী ১৭-২১ ডিসেম্বর, অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে চলা তৃতীয় টেস্টের জন্য অধিনায়ক প্যাট কামিন্স দলে ফিরবেন বলে জানা গেছে। পার্থ এবং ব্রিসবেনে প্রথম দুটি টেস্টে অস্ট্রেলিয়া দুর্দান্ত জয় পেয়েছে। বর্তমানে অজিরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। 

কামিন্স এবং হ্যাজেলউডের অনুপস্থিতিতে মিচেল স্টার্ক বাড়তি দায়িত্ব নেন এবং দলকে ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। দুটি ম্যাচে ১৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্রিসবেনে ৭৭ রান করে ব্যাটিংয়ের ক্ষেত্রেও ভরসা জুগিয়েছেন স্টার্ক। 

তবে তৃতীয় টেস্টে কামিন্স ফিরে আসায়, স্টিভ স্মিথ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন। তবে আপাতত ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেসার জশ হ্যাজেলউড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।