- Home
- Sports
- Cricket
- Lerisha Maharaj: বিয়ে করেছিলেন রীতি মেনে, ভারতীয় পোশাক ভালোবাসেন কেশব মহারাজের স্ত্রী
Lerisha Maharaj: বিয়ে করেছিলেন রীতি মেনে, ভারতীয় পোশাক ভালোবাসেন কেশব মহারাজের স্ত্রী
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজ ভারতীয় বংশোদ্ভূত ও হিন্দু। তিনি ভারতীয় রীতি-নীতি মেনে চলেন। এই ক্রিকেটারের স্ত্রী লেরিশা মহারাজও ভারতীয় রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল।
| Published : Jun 03 2024, 09:21 PM IST
- FB
- TW
- Linkdin
বিয়ে করেছিলেন ভারতীয় রীতি মেনে, বিভিন্ন সময়ে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছে লেরিশা মহারাজকে
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজের স্ত্রী লেরিশা মহারাজকে বিভিন্ন সময়ে ভারতীয় পোশাকে দেখা গিয়েছে। তিনি ভারতীয় পোশাক পরতে ভালোবাসেন।
২০২২ সালের এপ্রিলে ভারতীয় রীতি মেনেই বিয়ে করেন কেশব মহারাজ ও লেরিশা মহারাজ
কিছুদিন আগে কেশব মহারাজ ও লেরিশা মহারাজের বিয়ের ২ বছর পূর্ণ হয়েছে। তাঁরা সুখে দাম্পত্য করছেন।
দক্ষিণ আফ্রিকায় থাকার সুবাদে বিভিন্ন ধরনের পোশাক পরেন লেরিশা মহারাজ
পশ্চিমী ধাঁচের পোশাকে যেমন স্বাচ্ছন্দ্য লেরিশা মহারাজ, তেমনই কোনও বিশেষ অনুষ্ঠানে শাড়ি-সহ বিভিন্ন রকমের ভারতীয় পোশাক পরেন তিনি।
বিয়ের আগে রীতি মেনে মেহেন্দি পরেছিলেন লেরিশা মহারাজ, তিনি ভারতীয় প্রথার প্রতি শ্রদ্ধাশীল
ভারতে হিন্দুদের বিয়েতে যেমন আচার-অনুষ্ঠান পালন করা হয়, কেশব মহারাজ ও লেরিশা মহারাজের বিয়েতেও তেমনই দেখা গিয়েছিল।
কত্থক নাচের মাধ্যমে কেশব মহারাজের মায়ের মন জয় করেছিলেন লেরিশা মহারাজ
এক বন্ধুর মাধ্যমে লেরিশার সঙ্গে আলাপ হয় কেশব মহারাজের। পরে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ভালো কত্থক নাচেন লেরিশা। সেটা দেখেই তাঁকে পছন্দ হয় কেশবের মায়ের।
কেশব মহারাজের স্ত্রী হিসেবে খ্যাতি পেলেও, নিজস্ব পরিচয় আছে লেরিশা মহারাজের
নৃত্যশিল্পী হিসেবে দক্ষিণ আফ্রিকায় বেশি খ্যাতি আছে লেরিশা মহারাজের। তিনি কেশব মহারাজের খ্যাতির আড়ালে চাপা পড়ে থাকেননি।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নাচের ভিডিও শেয়ার করে থাকেন লেরিশা মহারাজ
ইনস্টাগ্রামে লেরিশা মহারাজের ফলোয়ার সংখ্যা ৮৫.৪ হাজার। তিনি এখনও পর্যন্ত ১৬৭টি পোস্ট করেছেন।