Lords Pitch: এই উদ্যোগের অংশ হিসেবে ক্লাব তাদের সদস্যদের মাঠের ঘাসের টুকরো কেনার জন্য আহ্বান জানিয়েছে।
Lords Pitch: ক্রিকেট ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী থেকেছে 'ক্রিকেটের মক্কা' নামে পরিচিত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। কিন্তু সেই মাঠের পিছেরবা ঘাসের টুকরো কোনওদিন সংগ্রহ করা যাবে, এইরকম মনে হয় কেউ ভাবেননি। হ্যাঁ, এবার টুকরো টুকরো সেই মাঠের কিছু অংশ বিক্রি করতে চলেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। স্টেডিয়ামের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেই এমসিসি তার ২৫,০০০ সদস্য এবং সাধারণ মানুষের কাছে মাঠের ঘাসের টুকরো বিক্রি করার পরিকল্পনা নিয়েছে।
প্রতিটি টুকরোর দাম ৫০ পাউন্ড
এই উদ্যোগের অংশ হিসেবে, ক্লাব তার সদস্যদের মাঠের ঘাসের টুকরো কিনতে আহ্বান জানিয়েছে বলে খবর। ১.২ x ০.৬ মিটার আকারের প্রতিটি টুকরোর দাম ৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০০ টাকা। সাধারণ মানুষও এমসিসির কাছে থেকে এই ঘাস কিনতে পারবেন। মোট প্রাপ্ত অর্থের ১০% এমসিসি ফাউন্ডেশনে দান করা হবে এবং বাকি অর্থ লর্ডসের সংস্কারের জন্য ব্যবহার করা হবে।
লর্ডস ক্রিকেট মাঠের সংস্কার কাজ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে। তারই অংশ হিসেবে, মাঠের সমস্ত ঘাস বদলে ফেলা হবে। সম্প্রতি মাঠের আউটফিল্ডের মান নিয়ে অভিযোগ উঠেছে। ক্রিকেটারদের আঘাত পাওয়ার অন্যতম কারণ হিসেবে নিম্নমানের আউটফিল্ডের উল্লেখ করা হয়েছে। সংস্কারের কাজ চলাকালীন মাঠের পিচের কোনো ক্ষতি না হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ২০০২ সালে লর্ডসে শেষবার সংস্কার করা হয়েছিল
স্থায়ী পিচের বদলে ড্রপ-ইন পিচ ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টটি লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল। যে ম্যাচে আবার ইংল্যান্ড ২২ রানে জয়ী হয়। রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের অসাধারণ প্রচেষ্টাও সেই ম্যাচে ভারতকে প্রায় জয়ের মুখে পৌঁছে দিয়েছিল।
এবার সেই লর্ডস থেকেই কেটে নেওয়া ১.২ x ০.৬ মিটার আকারের প্রতিটি টুকরোর দাম ৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০০ টাকা। সাধারণ মানুষও এমসিসির কাছে থেকে এই ঘাস কিনতে পারবেন। মোট প্রাপ্ত অর্থের ১০% এমসিসি ফাউন্ডেশনে দান করা হবে এবং বাকি অর্থ লর্ডসের সংস্কারের জন্য ব্যবহার করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


