KL Rahul: ইংল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্সের পর, ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে লখনউ সুপার জায়ান্টের শেয়ার করা একটি পোস্টার থেকে রাহুলকে বাদ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

KL Rahul: ইংল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্সের পর, ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে লখনউ সুপার জায়ান্টের শেয়ার করা একটি পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করা লখনউয়ের প্রাক্তন অধিনায়ক রাহুলকে বাদ দেওয়া থেকেই শুরু সেই বিতর্কের সূত্রপাত। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মতবিরোধের কারণেই রাহুল দল ছাড়েন।

এবার ইংল্যান্ডে ভারতীয় খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের কোলাজ করা ছবিটি পোস্ট করে অভিনন্দন জানায় লখনউ। যে সিরিজে সর্বাধিক রান সংগ্রাহক হলেন শুভমান গিল এবং লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। তাদের ছবি ছিল। রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপও সেই পোস্টারে ছিলেন। কিন্তু ইংল্যান্ডে, ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুলের একটিও ছবি পোস্টারে ছিল না।

গোয়েঙ্কার নির্দেশেই পোস্টার থেকে রাহুলকে বাদ দেওয়া হয়েছে বলে ভক্তদের অভিযোগ। ভারতের প্রাক্তন পেসার দোড্ডা গণেশ সহ অনেকেই তীব্র সমালোচনা করেছেন। এটা খুবই লজ্জাজনক বিষয় যে, ইংল্যান্ডে ৫০০-র বেশি রান করা ওপেনারের একটি ছবিও পোস্টারে নেই বলে গণেশ প্রশ্ন তুলেছেন। ইংল্যান্ডে দুটি শতরান সহ ৫৩২ রান করেছেন কেএল রাহুল।

Scroll to load tweet…

২০২৪ সালে, লখনউ ছাড়ার পর গত সিজনে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলেন রাহুল। এবারের আইপিএলে দিল্লী বনাম লখনউ ম্যাচের পর, হ্যান্ডশেক করতে আসা গোয়েঙ্কার প্রতি রাহুলের এড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়াও বেশ বিতর্কের সৃষ্টি করেছিল। তবে সেই সমস্যা এখনও শেষ হয়নি বলেই মনে হচ্ছে। রাহুলের বদলে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে গত সিজনে লখনউ দলে নেয় এবং তাঁকে অধিনায়ক করা হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।