সংক্ষিপ্ত
ধোনি খেলবেন আইপিএলে (IPL 2025)।
ধোনি খেলবেন আইপিএলে (IPL 2025)। আগামী মরশুমেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়েই খেলবেন মহেন্দ্র সিং ধোনিক (Mahendra Singh Dhoni)।
জানিয়ে দিলেন, আগামী কয়েক বছর ক্রিকেটকে (Cricket) উপভোগ করতে চান তিনি। অর্থাৎ এখনই অবসর নয়। চেন্নাই সুপার কিংস (CSK) এবং মহেন্দ্র সিং ধোনি, যেন একে অপরের পরিপূরক। আর আক্ষরিক অর্থেই ধোনি (Dhoni) চেন্নাই-এর নেতা। সবকিছু ঠিক থাকলে অন্তত আরও একটা বছর ক্রিকেট মাঠে খেলতে দেখা যাবে তাঁকে।
আবারও কি তাহলে হেলিকপ্টার শটে ওভার বাউন্ডারি দেখা যাবে? এই প্রসঙ্গে একটি বিজ্ঞপনী প্রচারে গিয়ে ধোনি জানিয়েছেন, “আমি শেষ যে কয়েকটি বছর ক্রিকেটটা খেলতে পারছি, সেই বছরগুলি উপভোগ করতে চাই। তুমি যদি পেশাদার ক্রিকেটে খেলো, তখন খেলাটা উপভোগ করা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমি খেলাটাকে আসলে উপভোগ করতে চাই। তাই ভালো ক্রিকেট খেলতে চাইছি।”
এই মুহূর্তে এখন তাঁর বয়স ৪৩ বছর। আগামী আইপিএল-এর (Indian Premier League 2025) মধ্যেই ৪৪ বছরে পা দেবেন ধোনি। গত মরশুমেও তাঁকে মুডেই দেখা গেছে। তবে এবার একটা আশঙ্কাও ছিল। কিন্তু আর কোনও চিন্তা নেই। এবারও হলুদ জার্সিতেই তাঁকে খেলতে দেখা যাবে। সিএসকে আগেই জানিয়ে দিয়েছে যে, ধোনিকে রিটেইন করা হবে।
উল্লেখ্য, বিসিসিআই যে নতুন নিয়ম এনেছে, তাতে ধোনিকে ধরা হবে ‘আনক্যাপড’ হিসেবে। সেক্ষেত্রে ৪ কোটি টাকাতেই রিটেইন করা হবে তাঁকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।