সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য সলিল আঙ্কোলা ক্রিকেট মহলের পাশাপাশি অভিনয় জগতেও পরিচিত। তাঁরই মায়ের মর্মান্তিক পরিণতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। মহারাষ্ট্রের পুণেতে নিজের ফ্ল্যাট থেকে আঙ্কোলার মায়ের দেহ উদ্ধার করল পুলিশ। রহস্যজনক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশকর্মীরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। মৃতার নাম মালা অশোক আঙ্কোলা। তিনি পুণের ডেকান জিমখানা অঞ্চলে প্রভাত রোড কমপ্লেক্সে থাকতেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এই বয়সের একজন মহিলার কীভাবে এরকম রহস্যজনক মৃত্যু হল, সেটা তদন্ত করে দেখছে পুলিশ। শুক্রবার সকালে ফ্ল্যাটেই তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। বিছানায় পড়ে ছিল দেহ। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। এই মহিলার গলা কোনও ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়। তিনি নিজেই এই কাজ করেছেন না তাঁকে খুন করা হয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ আঙ্কোলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও ফ্ল্যাটের দরজা খোলেননি এই মহিলা। তখন তাঁর ফ্ল্যাটের কাজের লোকেরা দরজা ভেঙে ঢুকে দেখতে পান, রক্তাক্ত দেহ পড়ে আছে। এরপর পরিবারের সদস্যদের এবং পুলিশে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে এই মহিলাকে নিয়ে এক বেসরকারি হাসপাতালে যান। কিন্তু সেখানকার চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে। মায়ের মৃত্যুতে শোকাহত আঙ্কোলা সোশ্যাল মিডিয়ায় প্রয়াত মায়ের ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন। ক্রিকেট মহল তাঁকে সান্ত্বনা জানাচ্ছে।

ক্রিকেটার থেকে অভিনেতা আঙ্কোলা

১৯৮৯ সালে সচিন তেন্ডুলকরের সঙ্গেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আঙ্কোলার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খুব বেশি সাফল্য পাননি। ১৯৯৭ সালে ২৯ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০০০ সালে অভিনয় শুরু করেন তিনি। বলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন এই প্রাক্তন ক্রিকেটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারত-বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়র বনধের ডাক, শান্তি বজায় রাখতে কড়া ব্যবস্থা পুলিশের

আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ নয়ছয় করার অভিযোগ, আজহারকে তলব ইডি-র