Mohammed Siraj: নতুন ইতিহাসে নাম লেখালেন মহম্মদ সিরাজ। একটা কিংবা দুটো নয়, ৬টি উইকেট নিয়েছেন তিনি।
Mohammed Siraj: এজবাস্টনে গত বুধবার থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচেই রীতিমতো দুর্দান্ত বল করেছেন মহম্মদ সিরাজ। তাঁর সংগ্রহে ৬টি উইকেট (mohammed siraj record)।
অন্যদিকে, বাকি ৪টি উইকেট নিয়েছেন বাংলার পেসার আকাশদীপ। এই দুজনের দাপটে রীতিমতো এজবাস্টন টেস্টে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। সেইসঙ্গে, একাধিক রেকর্ড গড়ে ফেললেন সিরাজ। এমনকি, পিছিয়ে নেই আকাশদীপও। এবার এই দুই পেসারের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরও (ind vs eng 2nd test 2025)।
মাত্র ৭০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন সিরাজ
গত ১৯৯৩ সালের পর, কোনও অ্যাওয়ে দলের পেস বোলার হিসেবে এজবাস্টনে ৬ উইকেট তুলে নিলেন তিনি। এর আগে পর্যন্ত, এই মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র পাঁচজন পেসার ছিলেন, যারা ৫ উইকেট নিয়েছিলেন। তবে সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন সিরাজ। কার্যত, সেই তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের ইমরান খান। কারণ, সেই ১৯৮২ সালে তিনি ৫২ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন।
অপরদিকে, ১৯৮৬ সালে ভারতের চেতন শর্মাও ৬ উইকেট পেয়েছিলেন। শুধু তাই নয়, সিরাজের আগে ১৯৯৩ সালে, অস্ট্রেলিয়ার পল রেইফেলও ৬ উইকেট নিয়েছিলেন। কাকতালীয়ভাবে তিনি আবার এই ম্যাচের টিভি আম্পায়ার।
ইংল্যান্ডের মাটিতে এটিই হল সিরাজের প্রথম পাঁচ উইকেটময় মুহূর্ত। তাঁর আগে মাত্র ৫ জন ভারতীয় পেসারের এই কৃতিত্ব রয়েছে। অন্যদিকে, ৪ উইকেট পেয়েছেন আকাশদীপও। ইংল্যান্ডের মত ৬ জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সেই তালিকায় রয়েছেন বেন ডাকেট এবং অলি পোপ। ওদিকে বেন স্টোকস, ব্রাইডন কার্স, জশ টং এবং শোয়েব বসিরকে আউট করেন সিরাজ। পরিসংখ্যান বলছে, এই প্রথমবার কোনও টেস্ট ম্যাচের একটি ইনিংসে ইংল্যান্ডের ছয়ন ব্যাটার ‘০’ হাতে ফিরে গেলেন।
কী বললেন সচিন?
এদিকে মহম্মদ সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সচিন তেণ্ডুলকরও। নিজের এক্স-হ্যান্ডলে তিনি লিখেছেন “ধারাবাহিকতা এবং নিপুণতার জন্যই সিরাজের বোলিংয়ে বিরাট পরিবর্তন এসেছে। ও একদম সঠিক জায়গায় বল করছে। আর সেইজন্যই ৬ উইকেট পেয়েছে। তবে আকাশদীপও ভালো সাপোর্ট ক্রএছে। অসাধারণ!"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
