শনিবার দুপুর দেড়টায় রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হতে চলেছে। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে দ্বিশতরান করে নজর কেড়ে নিয়েছেন ভারতের ওপেনার শুবমান গিল। দ্বিতীয় ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে দল। হায়দরাবাদে বড় রান পাননি বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা। তাঁরা দ্বিতীয় ম্যাচে বড় স্কোরের লক্ষ্যে মাঠে নামবেন। এই ম্যাচ জিতলেই ভারতীয় দল সিরিজ জিতে যাবে। ফলে এদিনের ম্যাচ রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।