শ্রীলঙ্কার মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ১ ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচেও জয়ই লক্ষ্য ভারতীয় দলের। ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারলে বিশ্বকাপের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মনোবল অনেকটাই বেড়ে যাবে। শুবমান গিল, রোহিত, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা অসাধারণ ফর্মে। তবে এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি বিরাট। ইন্দোরে শেষ ম্যাচে বড় রান করাই তাঁর লক্ষ্য। এই ম্যাচ নিয়মরক্ষার হওয়ায় ভারতীয় দলে কয়েকটি বদল হতে পারে।