ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও, টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে ভারত। এবার দ্বিতীয় টি-২০ ম্যাচ জিততেই হবে। না হলে সিরিজ খোয়াতে হবে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের। এই ম্যাচে বাদ পড়েছেন উমরান মালিক। খেলছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর জন্য কুলচা জুটির উপরেই ভরসা করছে ভারতীয় দল। গত ম্যাচে ভারতের বোলাররা মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে এই ভুল করলে চলবে না।