শ্রীলঙ্কাকে টি-২০, ওডিআই সিরিজে হারিয়ে দেওয়ার পর এবার ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। বুধবার প্রথম ওডিআই ম্যাচ। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে টম ল্যাথামদের মুখোমুখি রোহিত শর্মারা। ওডিআই বিশ্বকাপের কয়েক মাস আগে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া ভারতীয় দলের পক্ষে ভালো ব্যাপার। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে পারবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। ফলে কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজ ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে কোমরের চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না শ্রেয়াস আইয়ার। তাঁর বদলে দলে এসেছেন রজত পতিদার।