এবারের আইপিএল নিলামে একের পর এক তারকা নিয়ে শক্তিশালী টিম গঠন করেছে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস। প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেতে মরিয়া অধিনায়ক কেএল রাহুলের দল। এবার দলের বোলিং বিভাগের উন্নতি করতে প্রাক্তন অজি পেসারকে নিয়ে চমক দিল পঞ্জাব কিংস।
ভারতীয় দল থেকে ছুটি নিয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। তার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বিয়ের জন্যই কি ছুটে নিয়েছেন বুম বুম। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল বুমারর বউ কে হতে চলেছে। একাধিক নাম উঠে আসে। এবার শোনা যাচ্ছে স্পোর্টস সঞ্চালিকা সঞ্জনা গণেশন কে বিয়ে করতে চলেছেন বুমরা। এখন নেট দুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে বুমরার বিয়ে।
আইপিএলের পর অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজ। তারপরই দেশে ফিরে প্রেমিকা ধনশ্রী ভর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়া। তারপর থেকে আর ২২ গজে নামা হয়নি ভারতীয় তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের। দীর্ঘ দিন পর ইংল্য়ান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়লেন চাহল। যারপর চাহলের লেডি লাকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
আধুনিক ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। গড়েছেন একের পর এক রেকর্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে কথা বলছে না বিরাটের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর প্রথম টি২০-তেও ব্যর্থ ভারত অধিনায়ক। আর একইসঙ্গে অসংখ্য কৃতিত্বের রেকর্ডের পাশাপাশি এক লজ্জার রেকর্ডেরও অধিকারী হলেন বিরাট কোহলি।
গতবার আইপিএল খুব একটা ভালো যায়নি এমএস ধোনি ও চেন্নাই সুপার কিংসের। এবারের আইপিএলকে পাখির চোখ করে এগোতে চাইছে তিন বারের চ্য়াম্পিয়নরা। নিজেকেও আরও একবার প্রমাণ করতে মরিয়া এমএস ধোনিও। তাই এবার অনুসীলন শুরু করে দিলেন এমএসডি সহ সিএসকে।
টেস্ট সিরিজেও বিরাট কোহলির সামনে ছিল একাধিক রেকর্ডের হাতছানি। দেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে ধোনিকে ছাপিয়ে গেলেও, ব্যাট হাতে রানের খরার কারণে একাধিক রেকর্ড অধরা রয়ে গিয়েছে। এবার লড়াই টি২০ সিরিজে। এবারও বিরাটের সামনে রয়েছে একাধিক রেকর্ডের হাতছানি।