সংক্ষিপ্ত

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়েছে পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও লজ্জার মুখে পড়তে চলেছেন শান মাসুদরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্ট ম্যাচে ইনিংসে হারের মুখে পাকিস্তান। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ১৫২। ইংল্যান্ডের চেয়ে এখনও ১১৫ রানে পিছিয়ে পাকিস্তান। দিনের শেষে ক্রিজে আগা সলমন (৪১) ও আমির জামাল (২৭)। তাঁদের পর আর কোনও নির্ভরযোগ্য ব্যাটার নেই। ফলে পাকিস্তানের পক্ষে ইনিংসে হারের লজ্জা এড়ানো কঠিন। প্রথম ইনিংসে ৫৫৬ রান করলেও, দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। দুই ইনিংসেই ব্যর্থ বাবর আজম। প্রথম ইনিংসে ৩০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরে এই ব্যাটার। ফলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। প্রথম ইনিংসে ১৫১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে ১১ রান করেই আউট হয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।

টেস্ট ক্রিকেটে নতুন নজির ইংল্যান্ডের

মুলতান টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান করেছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে ৮৬ বছরে এটাই ইংল্যান্ডের সর্বাধিক স্কোর। হ্যারি ব্রুকের ৩১৭ এবং জো রুটের ২৬২ রানের সুবাদে বিশাল স্কোর করে ইংল্যান্ড। মুলতানের পিচ ব্যাটারদের সহায়ক। কিন্তু তাতে ব্রুক ও রুটের কৃতিত্ব এতটুকু খাটো করা যাচ্ছে না। কারণ, এই পিচেই রান পেলেন না বাবর। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স অসাধারণ পারফরম্যান্স দেখালেন। এই কারণেই দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে গেল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

টেস্টে নতুন নজির রুটের

ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০,০০০ রান করার নজির গড়লেন রুট। তিনি কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক স্কোর করলেন। ব্রুকের সঙ্গে পার্টনারশিপে ৪৫৪ রান যোগ করেন রুট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা চতুর্থ সর্বাধিক পার্টনারশিপ। ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে এটা যে কোনও উইকেটে সর্বাধিক পার্টনারশিপ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নিরাপত্তার আশ্বাস সরকারের, দেশের মাটিতেই বিদায়ী টেস্ট খেলছেন শাকিব

'চটিচাটা,' গৌতম গম্ভীরের স্তাবকদের তীব্র সমালোচনা সুনীল গাভাসকরের

টি-২০ বিশ্বকাপে দুরন্ত প্রত্যাবর্তন শেফালিদের, পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত